spot_img

ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে: শ্রম প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

কোরবানির ঈদের আগেই তৈরি পোশাক খাতের শ্রমিকদের মে মাসের পূর্ণাঙ্গ বেতন ও উৎসব ভাতা পরিশোধ করতে হবে। সুযোগ হলে জুন মাসের বেতনও পরিশোধের তাগিদ দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী।

বুধবার (১৫ মে) সকালে শ্রম ভবন সম্মেলন কক্ষে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের বৈঠকের পর তিনি এমন তাগিদ দেন।

মহাসড়কে যানজট এড়াতে ঈদের আগে তৈরি পোশাক কারখানাগুলো সমন্বিতভাবে ছুটি দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান শ্রম প্রতিমন্ত্রী।

সভায় মূল্যস্ফীতির চাপে কষ্টে থাকা শ্রমিকদের জন্য টিসিবির ফ্যামিলি কার্ডের দাবি তুলে শ্রমিক পক্ষ। বলা হয়, যা বেতন দেয়া হয়, তা দিয়ে সংসার চলে না। মূল্যস্ফীতি বিবেচনায় ভর্তুকি দামে শ্রমিকদের টিসিবির পণ্য দেয়ার দিকটি বিবেচনা করবে সরকার।

এছাড়া, শতভাগ কারখানায় ন্যূনতম মজুরি বাস্তবায়নেও শ্রমিকদের পক্ষ থেকে তাগিদ দেয়া হয়। তখন মালিক পক্ষ পোশাকের বাড়তি দাম না পাওয়ার দিকটি সামনে আনে। বৈঠকে বিজিএমইএ, বিকেএমইএ’র নেতা ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সর্বশেষ সংবাদ

দক্ষ জনশক্তি রপ্তানির লক্ষ্যে দেশভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেবে সরকার

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি প্রেরণের লক্ষ্যে দেশ ভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ