spot_img

গাজার অন্তত ৮৩টি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল, ক্ষতিগ্রস্ত শতাধিক

অবশ্যই পরুন

গাজায় হামলার পর থেকেই উপত্যকার হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি মসজিদগুলোও হয়ে উঠেছে ইসরায়েলের প্রধান টার্গেট। এখন পর্যন্ত গাজার মোট ৮৩টি মসজিদ ধ্বংস করেছে দখলদার বাহিনী। এতে ক্ষতিগ্রস্ত আরও অন্তত ১৭০টি মসজিদ। খবর আল জাজিরার।

ফিলিস্তিনিদের দাবি, ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে মসজিদগুলোকে। অবশ্য তেল আবিবের অভিযোগ, ধর্মীয় স্থাপনাকে ঢাল হিসেবে ব্যবহার করছে হামাস। মসজিদগুলোতে তারা গোপন ঘাঁটি বানিয়েছে বলেও অভিযোগ ইহুদি বাহিনীর।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের নজিরবিহীন অভিযানের পর গাজায় নির্বিচার বিমান হামলা শুরু করে তেল আবিব। তখন থেকেই বারবার হামলার শিকার হয়েছে মসজিদ।

সর্বশেষ সংবাদ

কবে দায়িত্ব ছাড়ছেন স্কালোনি, জানাল আর্জেন্টাইন গণমাধ্যম

আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে সুপার ক্লাসিকো লড়াইয়ের পর থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ