spot_img

আবারো জাতীয় দলের ম্যানেজার পদে আসছেন নাফিস ইকবাল

অবশ্যই পরুন

আবারো জাতীয় দলে ফিরেছেন নাফিস ইকবাল। টিম ম্যানেজারের দায়িত্বেই ফিরছেন সাবেক এই ক্রিকেটার। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ দিয়েই গুরুত্বপূর্ণ এই পদে ফিরছেন তিনি।

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ পর্যন্ত জাতীয় দলের সাথেই ছিলেন নাফিস ইকবাল। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে টিম ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন তিনি। তবে বিশ্বকাপের ঠিক আগে দায়িত্ব ছাড়েন নাফিস।

ঠিক কী কারণে সেই সময়ে দায়িত্ব ছেড়েছিলেন নাফিস, তা যদিও জানা যায়নি। তবে এই নিয়ে সৃষ্টি হয় ব্যপক সমালোচনা। অনেকে এর জন্যে দায়ী করেন অধিনায়ক সাকিব আল হাসানকে।

তবে ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে আবারো নাফিসের শরণাপন্ন বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাট টেস্ট সিরিজেই ফেরাচ্ছে নাফিসকে। ফলে আবারো তাকে দেখা যাবে টিম ম্যানেজারের পদে।

সর্বশেষ সংবাদ

কবে দায়িত্ব ছাড়ছেন স্কালোনি, জানাল আর্জেন্টাইন গণমাধ্যম

আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে সুপার ক্লাসিকো লড়াইয়ের পর থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ