spot_img

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করলো আইসিসি

অবশ্যই পরুন

নানা নাটকীয়তা, অঘটন, বিতর্ক, সমালোচনাকে সঙ্গী করে শেষ হলো ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে অপ্রতিরোধ্য ভারতকে হারিয়ে শিরোপা জেতে অস্ট্রেলিয়া। উইজডেনের পর এবার সদ্য শেষ হওয়া বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করেছে আইসিসি। আইসিসির ঘোষণা করা টুর্নামেন্টের সেরা একাদশে আধিপত্য ভারতীয় ক্রিকেটারদের। রানার্স আপ দলের ৬ ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরা একাদশে।

বিশ্ব শিরোপা জেতা অস্ট্রেলিয়ার দুইজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন আইসিসির সেরা একাদশে। তারা হলেন-গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা। সেমিফাইনাল না খেলা একমাত্র দল থেকে সেরা একাদশে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কা। ৯ ম্যাচে তার শিকার ২১ উইকেট।

আইসিসির প্রকাশিত একাদশে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও ভারতের রোহিত শর্মা। তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে আইসিসি, যেখানে দুইজনই ভারতের। এছাড়া স্পেশালিস্ট স্পিনার হিসেবে দলে রয়েছেন অ্যাডাম জাম্পা। এর আগে, বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করে উইজডেনও।

আইসিসির প্রকাশিত একাদশ: কুইন্টন ডি কক, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ড্যারিল মিচেল, লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, অ্যাডাম জাম্পা, দিলশান মাদুশঙ্কা ও মোহাম্মদ সামি।

সর্বশেষ সংবাদ

কবে দায়িত্ব ছাড়ছেন স্কালোনি, জানাল আর্জেন্টাইন গণমাধ্যম

আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সঙ্গে সুপার ক্লাসিকো লড়াইয়ের পর থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ