মারা গেলেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি রোজালিন কার্টার। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের সহধর্মিণী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। কার্টার সেন্টার তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানিয়েছে, শেষ সময়ে পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, জিমি কার্টারের বর্তমান বয়স ৯৯ বছর। তিনি হোয়াইট হাউস ছাড়ার পর সবচেয়ে দীর্ঘজীবী মার্কিন প্রেসিডেন্ট। যদিও বর্তমানে ক্যানসারে আক্রান্ত সাবেক এ প্রেসিডেন্ট। গত শুক্রবারও তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন রোজালিন।
গত মে মাসে তার পরিবার জানিয়েছিল, সাবেক এই ফার্স্ট লেডি ডিমেনশিয়ায় ভুগছেন। জুলাই মাসে ‘দীর্ঘতম বিবাহিত প্রথম দম্পতি’ হিসেবে নিজেদের ৭৭তম বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন জিমি-রোজালিন।
এক বিবৃতিতে সাবেক প্রেসিডেন্ট কার্টার বলেন, ‘যখন আমার প্রয়োজন ছিল তখন সে আমাকে বিজ্ঞ নির্দেশনা এবং উৎসাহ দিয়েছিল। যতদিন রোজালিন পৃথিবীতে ছিলো, আমি সবসময় জানতাম যে কেউ আমাকে ভালোবাসে ও সমর্থন করে।’
প্রসঙ্গত, মিসেস কার্টার ১৯২৭ সালের ১৮ আগস্ট জন্মগ্রহণ করেন। তার পুরো নাম এলেইনর রোসালিন স্মিথ। ১৯৪৬ সালের ৭ জুলাই জিমি কার্টারকে বিয়ে করে রোজালিন কার্টার নাম নেন তিনি। অন্যদিকে ডেমোক্রেট নেতা জিমি কার্টার ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট। ১৯৭৭ সালের জানুয়ারি থেকে ১৯৮১ সালের জানুয়ারি পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। জিমি-রোজালিন দম্পতির সংসারে ৪ সন্তান, ১১ নাতি-নাতনি এবং ১৪ জন প্রপৌত্র ও প্রপৌত্রী রয়েছে।
কার্টারের ছেলে চিপ রোজালিনকে একজন স্নেহময়ী মা, অসাধারণ ফার্স্ট লেডি এবং ‘নিজের দিক থেকে একজন মহান মানবতাবাদী’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার মাকে শুধুমাত্র আমাদের পরিবারই নয়, আরও অনেক মানুষ তাকে খুব বেশি মিস করবেন। মানবিক কার্যক্রম পরিচালনার জন্য জিমি-রোসালিন দম্পতির খ্যাতি রয়েছে। এ জন্য তারা একসঙ্গে কার্টার সেন্টার নামে একটি দাতব্য প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন।