রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে ভ্লাদিমির পুতিদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়েছেন দেশটির বিশিষ্ট জাতীয়তাবাদি নেতা ইগর গিরকিন। যদিও তিনি চরমপন্থাকে উস্কে দেওয়ার অভিযোগে কারাগারে বন্দি রয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। সোটা অনলাইন নিউজ চ্যানেল এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের
গত আগস্টে জেলে বন্দি থাকার অবস্থায় গিরকিন বলেন, তিনি ভ্লাদিমির পুতিনের চেয়ে ভালো প্রেসিডেন্ট হতে চান। যাকে তিনি অধিক দয়ালু বলে বর্ণনা করেছেন। ওই সময়ে তার এ মন্তব্যকে বিদ্রুপাত্মক হিসেবে দেখা হয় এবং তাকে অযোগ্য বিবেচনা করা হয়।
তার টেলিগ্রাম পোস্টে সোটারের একটি ভিডিও দেখা যাচ্ছে। ওই ভিডিওটি ওলেগ নেলজিনের। তিনি মূলত রাশিয়ান মুভমেন্ট ফর স্ট্রেলকভ গ্রুপের সহ-সভাপতি। তাকে একটি সংবাদ সম্মেলনে গিরকিনের চিঠি পড়তে দেখা যায়।
সোটা জানিয়েছে, ওই চিঠিতে গিরকিন তার অনুসারিদের একটি হেডকোয়াটার নির্মাণের কথা বলেছেন এবং তার প্রার্থীতার পক্ষে স্বাক্ষর গ্রহণের আহ্বান জানান।
এদিকে গিরকিনের সমর্থকরা অভিযোগ করেন তার অপরাধ তদন্তের মেয়াদ ১৮ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বিনা বিচারে আটক রাখার অভিযোগে মস্কো আদালতে একটি অভিযোগ দায়ের করেছিলেন গিরকিন। কিন্তু আগস্টে আদালত তার আবেদন খারিজ করে দেন।
২০১৪ সালে পূর্ব ইউক্রেনে একটি মালয়েশিয়ার যাত্রীবাহি বিমান গুলি করে ভূপাতিত করার দায়ে ডাচ কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে। এ ঘটনার পর তিনি পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করেন।
তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিনের বহু সমর্থক রয়েছে। ফলে আগামী নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হবেন।