spot_img

ব্যবসায়ীদের আস্থা বাড়াতে কোম্পানি আইন দ্রুত সংস্কারের আহ্বান ডিসিসিআইয়ের

অবশ্যই পরুন

ব্যবসায়ী সম্প্রদায়ের আস্থা বৃদ্ধি এবং বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে বিদ্যমান কোম্পানি আইন সংস্কার করে যত দ্রুত সম্ভব বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে কোম্পানি আইন-১৯৯৪ এর সম্ভাব্য সংস্কার শীর্ষক সেমিনারে ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার সমীর সাত্তার এসব কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। ডিসিসিআই সভাপতি বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি কর্পোরেট খাতে জবাবদিহি নিশ্চিত করতে কোম্পানি আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

ব্যারিস্টার সমীর বলেন, দ্রুত পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলা এবং বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধির জন্য বিদ্যমান এই পুরাতন কোম্পানি আইন যথেষ্ট নয়।

তিনি বলেন, এ লক্ষ্যে তথ্যপ্রযুক্তির পূর্ণ ব্যবহারের মাধ্যমে অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন, বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার ব্যবহার বৃদ্ধি এবং মেধাস্বত্ব আইনের ব্যবহার বাড়ানো প্রয়োজন।

তপন কান্তি ঘোষ বলেন, খসড়া কোম্পানি আইনের বিষয়ে আইন মন্ত্রণালয় বেশ কিছু নির্দেশনা দিয়েছে, যা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করেছে এবং শিগগিরই তা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, কোম্পানি আইনকে অতিরিক্ত প্রয়োগ এবং শাস্তিমূলক করা উচিত নয়, কারণ এটি ব্যবসায়িক ক্রিয়াকলাপকে ব্যাহত করবে। রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ (আরজেএসসি) কার্যক্রমে আরও অটোমেশন আনতে বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে।

আশা করা হচ্ছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে। অটোমেশন কার্যক্রম সম্পন্ন হলে সেবা প্রদানের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে আরজেএসসির নতুন শাখা অফিস স্থাপনের প্রয়োজন হবে না বলেও জানান তিনি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রাশনা ইমাম।

তিনি আইনি শূন্যতা পূরণের জন্য একীভূতকরণ এবং অধিগ্রহণের জন্য একটি শক্তিশালী আইনি কাঠামোর প্রয়োজনীয়তার মতো কয়েকটি সংস্কার প্রস্তাব তুলে ধরেন।

বর্তমানে একটি কোম্পানির জন্য পদ্ধতিগুলো বন্ধ করা একটি দীর্ঘ এবং ব্যয়বহুল প্রক্রিয়া। এটিকে আরো সহজ করার পরামর্শ দেন তিনি।

এছাড়াও নতুন কোম্পানি আইনে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) বা মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান অন্তর্ভুক্ত করার আবেদন করেন ব্যারিস্টার রাশনা।

সূত্র : ইউএনবি

সর্বশেষ সংবাদ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাকিবকে তলব

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ক্রিকেট তারকা ও মাগুরা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসানকে তলব করেছে নির্বাচন কমিশনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ