লেবাননে সংঘাত বাড়তে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে বলেন, ‘যেকোনো মূল্যে লেবাননে যুদ্ধ এড়াতে হবে এবং দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে হবে।’
বিবৃতিতে আরো বলা হয়, মঙ্গলবার লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সাথে কথা বলেছেন গুতেরেস।
মহাসচিব মিকাতিকে বলেছেন, লেবাননের বিপর্যস্ত বাসিন্দাদের সহায়তা করতে জাতিসঙ্ঘের সব সদস্য এক হয়েছে।
গুতেরেস লেবাননের জন্য ৪২৬ মিলিয়ন মার্কিন ডলারের মানবিক আবেদনে অবদান রাখতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে আরো বলা হয়, ‘মহাসচিব তার যোগাযোগ বজায় রাখবেন। পাশাপাশি তার প্রতিনিধিরাও তাদের প্রচেষ্টা চালিয়ে যাবেন।
সূত্র : এএফপি