spot_img

এবার টালিউডের জিতকে নিয়ে আসছেন রাফী

অবশ্যই পরুন

‘তুফান’ মুক্তির আগেই আলোচনা তুঙ্গে, কলকাতার বড় কোনো অভিনেতাকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন রায়হান রাফী।

তখন বিষয়টি খোলাসা না করলেও, ইঙ্গিত দিয়ে রেখেছিলেন এই নির্মাতা। এবার জানা গেল, টালিগঞ্জের তারকা জিতকে নিয়ে ‘লায়ন’ নামের একটা সিনেমা তৈরি করবেন রাফী। যে সিনেমায় থাকবেন বাংলাদেশি অভিনেতা শরীফুল রাজও।

বুধবার (২ অক্টোবর) দেশের একটি গণমাধ্যমকে নতুন সিনেমা এবং সিনেমায় কারা অভিনয় করছেন তা নিশ্চিত করেন রাফী।

তুফান দিয়ে ঢালিউড বক্স অফিসে ইতিহাস তৈরি করা রাফী এও জানিয়েছেন, লায়ন ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাবে। সিনেমাটি হবে অ্যাকশন ঘরানার।

যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে লায়ন। শুটিং শুরু হবে এ বছরেই। তবে প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে কারা থাকছে এবং নায়িকা কে হবেন, তা আগামীতে সংবাদ সম্মেলন বিস্তারিত জানানো হবে জানান রাফী।

এর আগে, খবর ছড়িয়েছিল রাফীর লায়নে থাকবেন চঞ্চল চৌধুরী থাকবেন। কিন্তু রাফী জানালেন, তথ্যটি সঠিক ছিল না। অনেক আগে শরিফুল রাজকে চূড়ান্ত করা ছিল।

সর্বশেষ সংবাদ

সুইডেন-নরওয়েসহ তিন দেশের কূটনৈতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকাস্থ সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরালড গুলব্র্যান্ডসেন ও ডেনিশ দূতাবাস ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি...

এই বিভাগের অন্যান্য সংবাদ