spot_img

প্রেম মানে না বয়স, ৩৮ বছরের ছোট যুবকের প্রেমে ম্যাডোনা

অবশ্যই পরুন

মার্কিন পপ গায়িকা ম্যাডোনা। বর্তমানে বয়স তার ৬৬। কথায় আছে প্রেম মানে না কোনো বয়স। তাইতো এই বয়সের ২৮ বছরের যুবকের প্রেমে পড়েছেন জনপ্রিয় এই গায়িকা। গায়িকার প্রেমিক আকিম মরিস।

সম্প্রতি তিনি প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়েছেন লন্ডনে। সেখান থেকেই পোস্ট করেছেন একাধিক ছবি। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলোর কোনোটিতে তাদের গান করতে দেখা যাচ্ছে। কোথাও আবার প্রেমিকের হাত ধরে থাকতে দেখা যাচ্ছে পপ তারকাকে।

একটি ছবিতে চেলসি ফুটবল টিমের খেলা উপভোগ করতে দেখা হচ্ছে স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে বসে। খেলা দেখার সময়ও প্রেমিককে জড়িয়ে বসে থাকতে দেখা যায় ম্যাডোনাকে। ছবিগুলোর ক্যাপশনে ম্যাডোনা লেখেন, ‘লন্ডন ডাকছে। স্টু-তে ফেরত এলাম স্টুয়ার্ট প্রাইসের সঙ্গে।’

জনপ্রিয় মার্কিন পপ তারকা ম্যাডোনার ক্যারিয়ার শুরু ১৯৭৭ সাল থেকে। মার্কিন এই তারকা এ পর্যন্ত অগণিত মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জন রয়েছে। সেদিক থেকে তার প্রেমিকের তালিকা বেশ লম্বা। জানা যায়, দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ম্যাডোনা। তার প্রথম স্বামী কারলোস লিওন এবং দ্বিতীয় স্বামী ছিলেন গাই রিচি। অনেক আগেই দুই সংসারের ইতি টেনেছেন এই গায়িকা।

সর্বশেষ সংবাদ

পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতির পরিমাণ ১.২ বিলিয়ন ডলার

দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতির পরিমাণ ১৪ হাজার ৪২১ কোটি টাকা বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রোববার (৬...

এই বিভাগের অন্যান্য সংবাদ