spot_img

নির্বাচন কবে সম্ভব বোঝা যাবে ছয় কমিশনের সুপারিশের পর: পররাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আরও রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য কোনো আন্তর্জাতিক চাপ নেই। প্রত্যাবাসনই যে সমাধান, সেটি সবাই বলেছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯ তম অধিবেশন থেকে ফিরে মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব বলেন। এসময় তিনি বলেন, সব আন্তর্জাতিক ফোরামকেই জানানো হয়েছে, সংস্কারে প্রয়োজনীয় সময়ের চেয়ে বেশি এ সরকার থাকবে না। নির্বাচন কবে করা সম্ভব হবে তা বোঝা যাবে ছয়টি কমিশনের সুপারিশের পর।

তিনি আরও বলেন, শিগগিরিই সব ধরনের ভিসা চালু করা হবে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

পররাষ্ট্র উপদেষ্টা এসময় বলেন, পাকিস্তানের সাথে অবশ্যই ভালো সম্পর্ক চায় সরকার, তবে একাত্তরকে বাদ দিয়ে নয়। একাত্তর নিয়ে পাকিস্তান যদি ক্ষমা চাওয়ার সাহস দেখায় তাহলে সম্পর্ক উন্নয়ন অনেক সহজ হবে, তবে না করলে সম্পর্ক আটকে রাখারও কোনো মানে নেই।

সর্বশেষ সংবাদ

পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতির পরিমাণ ১.২ বিলিয়ন ডলার

দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতির পরিমাণ ১৪ হাজার ৪২১ কোটি টাকা বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রোববার (৬...

এই বিভাগের অন্যান্য সংবাদ