spot_img

সাকিবকে কোহলির ব্যাট উপহার

অবশ্যই পরুন

ক্যারিয়ারের সম্ভাব্য শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতির কারণে তার দেশে ফেরা অনিশ্চিত। এমতাবস্থায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে বনেদি এই ফরম্যাটকে বিদায় বলা কার্যত অসম্ভব। সে কারণেই কি-না, কানপুর টেস্ট শেষে ভারতের তারকা বিরাট কোহলি ব্যাট উপহার দিলেন সাকিবকে।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) কানপুরে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খোঁজমেজাজে গল্প-আড্ডায় মাততে দেখা যায় সাকিব-কোহলিকে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য দুই দলের ক্রিকেটাররা মাঠে নামার পর ব্যাট হাতে ছুটতে দেখা যায়। তখনও বোঝা যাচ্ছিল না, কেন কোহলির এই ছোটাছুটি। পরে দেখা যায়, ব্যাটটি তিনি এনেছেন মূলত বিদায়ী স্মারক হিসেবে সাকিবের হাতে তুলে দেওয়ার জন্য।

সর্বশেষ সংবাদ

পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতির পরিমাণ ১.২ বিলিয়ন ডলার

দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতির পরিমাণ ১৪ হাজার ৪২১ কোটি টাকা বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রোববার (৬...

এই বিভাগের অন্যান্য সংবাদ