তাইওয়ানের জনবহুল দক্ষিণপশ্চিমাঞ্চলীয় উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ক্রাথন। এই ঝড় মোকাবিলায় দেশটির কর্তৃপক্ষ ৪০ হাজার সৈন্য প্রস্তুত রেখেছে। খবর রয়টার্স
টাইফুনের প্রভাবে একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে, বন্ধ করে দেয়া হয়েছে রেল চলাচল। এছাড়া বন্দর নগরী কাওশিউংয়ে দোকানপাট, রেস্টুরেন্ট বন্ধ করে রাখায় রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়েছে।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, বুধবার বিকালে শক্তিশালী টাইফুন ক্রাথন কাওশিউংয়ে আঘাত হানবে এবং এটি তাইওয়ানের মধ্যবর্তী অঞ্চল থেকে শুরু করে উত্তরপূর্বাঞ্চল পেরিয়ে পূর্ব চীন সাগর পর্যন্ত বিস্তৃত হবে।
কাওশিউংয়ে ২৭ লাখ মানুষ বসবাস করে। শক্তিশালী ঝড়ের কারণে ওই অঞ্চলে ছুটি ঘোষণা করা হয়েছে। স্থানীয়দের বাড়িতেই থাকতে বলা হয়েছে। মার্কিন নৌবাহিনী এবং টাইফুন সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এটি সুপাই টাইফুনে রূপ নেবে।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনিক কর্মকর্তা লি মেং শিয়াং বলেন, ঝড়টি ইতোমধ্যে ব্যাপক শক্তি সঞ্চয় করেছে। উপকূলে আড়ছে পড়ার পর এটি কিছুটা দুর্বল হয়ে পড়বে। দক্ষিণপশ্চিমাঞ্চলে ঝড়টি ১৫০ কিলোমিটার গতিতে আঘাত হানবে।
তিনি আরও বলেন, ঝড়ের ফলে ব্যাপক বৃষ্টিপাত হবে এবং উপকূলীয় এলাকায় বন্যার সৃষ্টি হবে।
কাওশিউংয়ের মেয়র চেন চি মাই বলেন, ঝড়টি শক্তি ১৯৭৭ সালের আঘাত হানা টাইফুন থালমার কাছাকাছি। ওই সময়ে এ ঝড়ে ৩৭ জনের মৃত্যু হয়েছিল এবং শহরজুড়ে ব্যাপক ক্ষতি হয়েছিল।