বলিউড অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ। আজ মঙ্গলবার ভোরে নিজের বন্দুক থেকেই গুলিবিদ্ধ হয়েছেন তিনি। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সাত সকালে বেরোচ্ছিলেন শুটিংয়ে। ভোর তখন ৫ টা। নিজের কাছেই বন্দুক রাখতেন অভিনেতা। কাজে বেরোনোর সময় কোনওভাবে ‘ভুলক্রমে’ বন্দুক থেকে গুলি বের হয়ে যায়। নিজের বন্দুকের গুলি সোজা এসে লাগে তাঁর পায়েই। গুলিবিদ্ধ হয়ে যন্ত্রণায় লুটিয়ে পড়েন তিনি। অভিনেতা গোবিন্দকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আপাতত ক্রিটিকাল কেয়ারে ভর্তি রয়েছেন অভিনেতা।
আরও জানা গেছে, এখন অভিনেতার পা থেকে গলগল করে রক্ত বের হয়। শরীর থেকে অনেকটা রক্ত বের হয়ে যাওয়ায় বেশ অসুস্থ তিনি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বন্দুকটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।