spot_img

তেহরান সফরে রুশ প্রধানমন্ত্রী মিখাইল

অবশ্যই পরুন

তেহরানে পৌঁছেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। সোমবার (৩০ সেপ্টেম্বর) ইরানের নেতাদের সঙ্গে আলোচনা করতে তিনি ইরানে পৌঁছান। এক প্রতিবেদনে রুশ সংবাদ সংস্থা তাস ও মেহের নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে রুশ প্রধানমন্ত্রী তেহরানে অবস্থান করছেন। সেখানে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

দুই পক্ষের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং মানবিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছে দু’দেশের সংবাদমাধ্যম। এছাড়াও পরিবহন, জ্বালানি এবং শিল্প খাতে যৌথ প্রকল্পগুলোতে বিশেষ মনোযোগ দেয়ার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে।

সর্বশেষ সংবাদ

সুইডেন-নরওয়েসহ তিন দেশের কূটনৈতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকাস্থ সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরালড গুলব্র্যান্ডসেন ও ডেনিশ দূতাবাস ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি...

এই বিভাগের অন্যান্য সংবাদ