spot_img

‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন অভিনেতা মিঠুন

অবশ্যই পরুন

বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন এই অভিনেতা মিঠুন চক্রবর্তী। আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এমন একটা সুখবর পেয়ে খুশির হাওয়া বইছে টলিপাড়ায়। বর্ষীয়ান অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিত্‍ চট্টোপাধ্য়ায়, ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে পরমব্রত চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে।

আগামী ৮ অক্টোবর ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে অভিনেতার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

মিঠুন চক্রবর্তী এএনআই-কে জানিয়েছেন, তিনি ভাষা খুঁজে পাচ্ছেন না বলার মতো। বাকরুদ্ধ হয়ে গেছেন। এত বড় সম্মান পেয়ে তিনি না পারছেন হাসতে। না পারছেন কাঁদতে। এই পুরস্কার তিনি তাঁর পরিবার এবং ভক্তদের উৎসর্গ করেছেন।

মিঠুন চক্রবর্তী এই বছরের শুরুর দিকেই তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মানের পর এবার মিঠুন চক্রবর্তীর ঝুলিতে এল দাদাসাহেব ফালকে পুরস্কার।

সর্বশেষ সংবাদ

সুইডেন-নরওয়েসহ তিন দেশের কূটনৈতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকাস্থ সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরালড গুলব্র্যান্ডসেন ও ডেনিশ দূতাবাস ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি...

এই বিভাগের অন্যান্য সংবাদ