spot_img

মেসির পর্যায়ে পৌঁছানো অসম্ভব : ইয়ামাল

অবশ্যই পরুন

বিশ্ব ফুটবলের ক্ষুদে জাদুকর আর্জেন্টিনার লিওনেল মেসির পর্যায়ে পৌঁছানো অসম্ভব বলে মনে করেন স্পেনের ১৭ বছর বয়সী খেলোয়াড় লামিনে ইয়ামাল।

তিনি জানান, মেসির সাথে তুলনা পছন্দ করি, কিন্তু আমি ইয়ামাল হতে চাই। আমি বার্সেলোনার কিংবদন্তি হতে চাই।

গত মৌসুমে স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনায় যোগ দেন ইয়ামাল। বার্সার হয়ে ৪২ ম্যাচে ৬ গোল করেন তিনি। গেল বছর জাতীয় দলে সুযোগ পেয়ে চমক দেখিয়েছেন ইয়ামাল। এ বছর স্পেনের হয়ে ইউরো জয়ে বড় অবদান ছিল তার। আসরে সবচেয়ে কম বয়সে ইউরো টুর্নামেন্টে গোল করার রেকর্ড গড়েছিলেন তিনি।

বার্সেলোনা ও স্পেনের হয়ে অভিষেক বছরে দারুণ পারফরমেন্সের কারণে ফুটবল বিশেষজ্ঞরা মেসির সাথে তুলনা করছেন ইয়ামালকে। মেসির সাথে তুলনায় খুশি ইয়ামাল নিজেও। কিন্তু মেসির পর্যায়ে পৌঁছানো বা তাকে ছাড়িয়ে যাওয়া অসম্ভব বলে মনে করেন তিনি।

স্প্যানিশ টিভি চ্যানেল আন্তোনা থ্রি-কে রাইট উইঙ্গার ইয়ামাল বলেন, ‘আমি ইতিহাসের সেরা খেলোয়াড় মেসির সাথে আমার তুলনা পছন্দ করি। কিন্তু আমি ইয়ামাল হতে চাই। মেসির পর্যায়ে পৌঁছানো অসম্ভব।’

গত ইউরোতে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ট্রান্সফার মার্কেটে ইয়ামালের মূল্য বেড়ে দাঁড়ায় ১২০ মিলিয়ন ইউরোয়। মূল্য বাড়লেও, বার্সেলোনা ছাড়তে চান না তিনি। বার্সেলোনার হয়ে কিংবদন্তি হতে চান তিনি।

ইয়ামাল বলেন, ‘আমি ১২০ মিলিয়ন ইউরো চাই না। তাহলে আমাকে বার্সা ছাড়তে হবে। আশা করি আমাকে কখনো ছাড়তে হবে না। আমি বার্সার কিংবদন্তি হতে চাই।’

২০০৭ সালের একটি একটি চ্যারিটি ক্যালেন্ডার প্রতিযোগিতায় মেসির সাথে ছবি আছে ইয়ামালের। ওই সময় ইয়ামালের বয়স ৬ মাস। ওই ছবি নিয়ে ইয়ামাল বলেন, ‘মেসি তার নিজের ক্ষমতা আমাকে দিয়েছিল। আমার এখন অনেক কিছু দেয়ার আছে।’

সর্বশেষ সংবাদ

সুইডেন-নরওয়েসহ তিন দেশের কূটনৈতিকদের সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকাস্থ সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরালড গুলব্র্যান্ডসেন ও ডেনিশ দূতাবাস ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি...

এই বিভাগের অন্যান্য সংবাদ