spot_img

কোরআনে বর্ণিত মহানবী (সা.)-এর নাম

অবশ্যই পরুন

পবিত্র কোরআনে মহানবী (সা.)-এর সরাসরি নাম ও গুণবাচক নাম পৃথকভাবে বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনে মূল নাম হিসেবে রাসুলুল্লাহ (সা.)-এর দুটি নাম উল্লেখ করা হয়েছে। তা হলো মুহাম্মদ ও আহমদ।

এক আয়াতে মহান আল্লাহ বলেন, ‘মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তিনি আল্লাহর রাসুল ও শেষ নবী।

’ (সুরা : আহজাব, আয়াত : ৪০)

অন্য আয়াতে এসেছে, ‘ঈসা (আ.) বলেন, নিশ্চয়ই আমি তোমাদের সুসংবাদ দিচ্ছি আমার পরবর্তী এমন একজন রাসুলের, যার নাম হবে আহমদ। ’ (সুরা : সাফ, আয়াত : ৬)

এছাড়া পবিত্র কোরআনে মহানবী (সা.)-এর বেশ কিছু গুণবাচক নাম বর্ণনা করা হয়েছে। যেমন—কোরআনে বর্ণিত নবীজির গুণবাচক নাম। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে রাসুলুল্লাহ (সা.)-এর ২৪টি গুণবাচক নাম আছে। নামগুলো হলো—

১. শাহিদ তথা সাক্ষ্যদাতা। (সুরা : আহজাব, আয়াত : ৪৫)

২. মুবাশশির তথা সুসংবাদদাতা। (সুরা : আহজাব, আয়াত : ৪৫)

৩. নাজির তথা সতর্ককারী। (সুরা : আহজাব, আয়াত : ৪৫)

৪. দায়ি ইলাল্লাহ তথা আল্লাহর দিকে আহ্বানকারী। (সুরা : আহজাব, আয়াত : ৪৬)

৫. সিরাজুম মুনিরা তথা প্রজ্জ্বল বাতি। (সুরা : আহজাব, আয়াত : ৪৬)

৬. মুজাক্কির তথা যিনি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেন। (সুরা : গাশিয়া, আয়াত : ২১)

৭. রাসুল তথা প্রেরিত পুরুষ, যিনি শরিয়ত লাভ করেছেন। (সুরা : আহজাব, আয়াত : ৪৬)

৮. রাউফুর রহিম তথা কোমল হৃদয়ে অধিকারী ও দয়াশীল। (সুরা : তাওবা, আয়াত : ১২৮)

৯. রাহমাতুল-লিল-আলামিন তথা যিনি জগদ্বাসীর জন্য আল্লাহর অনুগ্রহস্বরূপ। (সুরা : আম্বিয়া, আয়াত : ১০৭)

১০. মুজ্জাম্মিল তথা চাদরাবৃত। (সুরা : মুজ্জাম্মিল, আয়াত : ১)

১১. মুদ্দাসসির তথা বস্ত্রাবৃত। (সুরা : মুদ্দাসসির, আয়াত : ১)

১২. নবী তথা প্রেরিত পুরুষ। (সুরা : আনফাল, আয়াত : ৬৪)

১৩. রাসুলুল্লাহ তথা আল্লাহর প্রেরিত পুরুষ, ১৪. খাতামুন-নাবিয়্যিন তথা শেষ নবী। (সুরা : আহজাব, আয়াত : ৪০)

১৫. হাদি তথা পথপ্রদর্শক। (সুরা : আশ-শুরা, আয়াত : ৫২)

১৬. মাসুম তথা যিনি পাপ-পঙ্কিলতামুক্ত। (সুরা : মায়িদা, আয়াত : ৬৭)

১৭. আন-নাবিয়্যুল উম্মি তথা নিরক্ষর নবী। (সুরা : আরাফ, আয়াত : ১৫৮)

১৯. সাহিবু খুলুকুল আজিম তথা উত্তম চরিত্রের অধিকারী। (সুরা : কালাম, আয়াত : ৪)

২০. নুর তথা জ্যোতি। (সুরা : মায়িদা, আয়াত : ১৫)

২১. কায়িমুন আলাল-হাক তথা সত্যের ওপর প্রতিষ্ঠিত। (সুরা : নামল, আয়াত : ৭৯)

২২. কারিম তথা সম্মানিত। (সুরা : দুখান, আয়াত : ৪৯)

২৩. মুবিন তথা সুস্পষ্টভাবে বর্ণনাকারী। (সুরা : হাজর, আয়াত : ৮৯)

২৪. শাহীদ তথা তা সাক্ষ্যদাতা। (সুরা : হজ, আয়াত : ৭৮)

এছাড়া কোরআনে নবীজি (সা.)-কে ওয়ালি (অভিভাবক), খাবির (অবগত), মাকিন (জমিনে প্রতিষ্ঠিত)-সহ্য ইত্যাদি গুণে গুণান্বিত করা হয়েছে বলে কোনো কোনো সিরাত গবেষকের দাবি। তবে লেখক সংশ্লিষ্ট আয়াতগুলো খুঁজে পাননি।

সর্বশেষ সংবাদ

পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতির পরিমাণ ১.২ বিলিয়ন ডলার

দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতির পরিমাণ ১৪ হাজার ৪২১ কোটি টাকা বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রোববার (৬...

এই বিভাগের অন্যান্য সংবাদ