spot_img

নেতানিয়াহুর ফিলাডেলফি করিডোর প্রস্তাব অনিশ্চয়তায় ফেলেছে গাজা যুদ্ধবিরতিকে

অবশ্যই পরুন

‘ইসরাইলি প্রধানমন্ত্রী ফিলাডেলফি করিডোর প্রস্তাব দিয়ে মূলত গাজায় যুদ্ধবিরতিকে বাধাগ্রস্ত করেছে। অন্যথায় যুদ্ধবিরতি সম্ভব ছিল।’ ইসরাইলের সাবেক এক মুখপাত্র এমন মন্তব্য করেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ওই মুখপাত্র বলেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে এই চুক্তিকে বাধা দিচ্ছেন। অন্যথায় এই চুক্তির অবসান ঘটানো সম্ভব। কিন্তু তিনি মিসরঘেঁষা গাজার দক্ষিণাঞ্চলের ফিলাডেলফি করিডোরে ইসরাইলি নিয়ন্ত্রণকে একটি রাজনৈতিক চাল বলে অভিহিত করছেন।

নেতানিয়াহু বিদেশী সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে বলেন, গাজাকে অবশ্যই সামরিকীকরণ করতে হবে। আর এটি তখনই সম্ভব হবে, যখন ফিলাডেলফি করিডোরে আমাদের দৃঢ় নিয়ন্ত্রণ থাকবে।

নেতানিয়াহু করিডোরের প্রস্তাবনা ইসরাইলে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন। এতে তার নিজের সামরিক ও নিরাপত্তা সংস্থার সদস্যরাও রয়েছেন। কারণ, তারা বিশ্বাস করেন যে ইসরাইলি সৈন্যদের স্থায়ীভাবে গাজায় থাকার প্রয়োজন নেই।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ সংবাদ

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রকাশ উত্তর কোরিয়ার

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রথম প্রকাশ করলো উত্তর কোরিয়া। স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এই ছবি প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ