spot_img

যে লক্ষণে বুঝবেন সঙ্গী একসঙ্গে থাকতে উৎসাহ হারাচ্ছে

অবশ্যই পরুন

সময় বিশেষে সম্পর্কের সমীকরণ বদলাতে থাকে। কিন্তু পরিবর্তন যদি অপর দিকের মানুষের মনে ভাঙনের ইঙ্গিত দেয়, তা হলে সেই বদলগুলি একটু আলাদা করে ভেবে দেখা জরুরি। কোন ৩ লক্ষণ দেখে আঁচ পাবেন সঙ্গী একসঙ্গে থাকতে উৎসাহ হারাচ্ছে চলুন জেনে নেই-

১। মানসিক দূরত্ব তৈরি হওয়া

মানসিক ভাবে একে অপরের সঙ্গে জুড়ে থাকার অন্য নামই প্রেম।

সঙ্গী যদি সেখান থেকে দূরে চলে যেতে থাকে, তা হলে সম্পর্ক নিয়ে সঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলা জরুরি। সঙ্গী আদৌ সম্পর্কে থাকতে চান কি না, সে দিকটা খতিয়ে দেখা প্রয়োজন।
২। সঙ্গীর প্রতি আবেগ

সঙ্গী কি আপনাকে নিয়ে আগের মতো আবেগপ্রবণ নন? কথায় কথায় অভিমান করতেন যে মানুষটি, ইদানীং কি প্রতিটি বিষয় খুব হালকা ভাবে নিচ্ছেন? নিয়ম করে খোঁজ নেওয়ার অভ্যাস থেকেও ধীরে ধীরে বেরিয়ে আসছেন? এমন হলে সঙ্গীর সঙ্গে কথা বলুন। তিনি আদৌ আর সম্পর্কে থাকতে চাইছেন কি না, জিজ্ঞাসা করুন।

৩। কথায় কথায় ঝগড়া

সম্পর্কে ঝগড়া-খুনসুটি হবে না, তা কী করে হয়! কিন্তু সেই ঝগড়ার রেশ সম্পর্ক না পড়াই বাঞ্ছনীয়। সাম্প্রতিককালে সঙ্গী কি একটু বেশি মাথাগরম করছেন? মানে ধরুন মজার ছলে কোনও কথা বললেও সেটা নিয়ে জটিলতা তৈরি হচ্ছে? হতে পারে সঙ্গী সম্পর্কটি নিয়ে উৎসাহ হারাচ্ছেন। আবার তা না-ও হতে পারে। তাই নিজের মধ্যে কোনও অস্থিরতা চেপে না রেখে খোলাখুলি কথা বলুন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

সর্বশেষ সংবাদ

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রকাশ উত্তর কোরিয়ার

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রথম প্রকাশ করলো উত্তর কোরিয়া। স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এই ছবি প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ