ইদানীং দেশে খুব একটা দেখা যায় না বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে। অবশেষে দেখা দিলেন তিনি। আগাম বার্তা ছাড়াই ভারতে ফিরে সবাইকে চমকে দিয়েছেন এই অভিনেত্রী। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে মুম্বাই বিমানবন্দরে অভিনেত্রীকে ক্যামেরাবন্দি করেছেন পাপারাজ্জিরা।
তার দেশে ফেরার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ছেলে অকায়ের জন্মের পর থেকে ভারতের বাইরে রয়েছেন কোহলি দম্পতি। বিশেষত, বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর থেকে লন্ডনে থাকছেন পাকাপাকি ভাবে।
গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্যে জন্ম নেয় আনুশকা -বিরাটের দ্বিতীয় সন্তান অকায়। মেয়ে ভামিকা আর অকায়কে নিয়ে সবার প্রবল কৌতূহল। তারা আর দেশে ফিরবেন কিনা এমন প্রশ্ন সবার মনে।
এরই মধ্যে ভারতের মাটিতে পা রাখলেন আনুশকা। তবে, তিনি একা এসেছেন। এসময় ছেলে-মেয়ে বা স্বামী বিরাট কোহলিকে দেখা যায়নি আনুশকার সঙ্গে। বোঝাই যাচ্ছে, খুব বেশি দিন থাকবেন না তিনি। মনে করা হচ্ছে, কোনও অনুষ্ঠানে যোগ দিতেই দেশে ফিরেছেন অভিনেত্রী।
পুত্র সন্তানের জন্মের পর এই নিয়ে দ্বিতীয়বার ভারতে ফিরলেন আনুশকা। এর আগে বিরাটের একটি আইপিএল ম্যাচে যোগ দিতে ভারতে এসেছিলেন তিনি। মনে করা হচ্ছে, বিরাট-আনুশকা পাকাপাকি ভাবে লন্ডনেই বসবাস করবেন।
আনুশকাকে শেষ বার পর্দায় দেখা গিয়েছিল ২০১৮ সালে, ‘জ়িরো’-তে। সে সিনেমায় তার সঙ্গে ছিলেন শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফ।
সূত্র: আনন্দবাজার