spot_img

মহাকাশচারী ছাড়াই ফিরবে বোয়িং স্টারলাইনার ক্যাপসুল

অবশ্যই পরুন

মহাকাশে ১২ সপ্তাহ  থাকার পর, বোয়িং-এর স্টারলাইনার মহাকাশযান অবশেষে ঘরে ফিরতে চলেছে। আগামী ৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ফিরবে এটি। তবে সাথে ফিরছেন না দুই মহাকাশচারী।

গত ৫ জুন মহাকাশ স্টেশনে গিয়েছিলেন বুচ উইলমোর এবং সুনীতা উইলিয়ামস।

তারা কক্ষপথে পরীক্ষাগারে থাকবেন বলে জানিয়েছে নাসা।

গত ২৪ আগস্ট নাসা স্টারলাইনার ক্যাপসুলের গ্যাস লিক এবং অন্যান্য সমস্যার বিষয়ে সতর্ক করেছিল। মহাকাশযানটির ত্রুটির কারণে মহাকাশচারীদের নিয়ে মিশন শেষ করা যথেষ্ট নিরাপদ নয় বলে
জানিয়েছে নাসা।

বোয়িং স্টারলাইনার সুনীতাদের ছাড়াই ফিরে আসার ফলে সংস্থার বিপুল ক্ষতি হচ্ছে। অন্তত সাড়ে ১২ কোটি ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে বোয়িং।

এখনই সুনীতা এবং  ব্যারি বুচ উইলমোরের পৃথিবীতে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে তাদের পৃথিবীতে ফিরিয়ে আনতে আরও একটি মহাকাশযান পাঠাবে নাসা।

 মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে করে তাদের ফিরিয়ে আনা হবে বলে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।

সূত্র: সিএনএন

সর্বশেষ সংবাদ

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রকাশ উত্তর কোরিয়ার

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রথম প্রকাশ করলো উত্তর কোরিয়া। স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এই ছবি প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ