spot_img

বিপাকে বিটিএস তারকা সুগা, বাতিল হতে পারে চুক্তি

অবশ্যই পরুন

বিটিএসের সদস্য হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন দক্ষিণ কোরিয়ার তরুণ গায়ক সুগা। যদিও ব্যান্ড তারকা সুগা বিতর্কের মুখে পড়েছেন। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। মামলাও হয়েছে। এখন চলছে তদন্ত। হিন্দুস্তান টাইমস বলছে এ বিতর্কের মুখে স্যামসাং মোবাইলের সঙ্গে তার চুক্তি বাতিল হয়ে যেতে পারে।

বিভিন্ন ব্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন সুগা। স্যামসাং মোবাইলের ব্যান্ডের অ্যাম্বাসেড এই গায়ক। তবে এবার স্যামস্যাং-এর এক সূত্রে বলেছেন, সামাজিক ভাবে সমালোচিত কোনো ব্যক্তিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রমোট করাটা ঝুকিপূর্ণ, তার যতই ভক্ত থাকুক না কেন। স্যামস্যাং সুগার সঙ্গে চুক্তি বাতিল করার কথা ভাবছে। কারণ পরিস্থিতি বেগতিক। এই পরিস্থিতিতে সাবধানে সিদ্ধান্ত নিতে হবে কোম্পানিটির।

তবে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি স্যামসাং-এর পক্ষ থেকে। বিটিএসের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছে স্যামসাং। শুধু সুগা নয়, স্যামসাং মোবাইলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জিন, জিমিন, আরএম, ভি, জে-হোপ এবং জাংকুক।

প্রসঙ্গত, দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে জানা যায়, গত ৬ আগস্ট হাননামের বাড়ি থেকে বৈদ্যুতিক স্কুটার নিয়ে বেড়িয়েছিলেন ৩১ বছর বয়সী এই তারকা। পরে স্কুটার থেকে পড়ে যান তিনি। পরবর্তীতে সুগার রক্ত পরীক্ষা করে নির্ধারিত মাত্রার চেয়েও বেশি (শূন্য দশমিক ২২৭ শতাংশ) অ্যালকোহল পাওয়া যায়। দক্ষিণ কোরিয়ার আইন অনুসারে কারও রক্তে শূন্য দশমিক শূন্য ৮ শতাংশ কিংবা এর বেশি অ্যালকোহল পাওয়া গেলে ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়। যার ফলেই ইয়ংসন পুলিশ স্টেশনে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে সুগার বিরুদ্ধে মামলা হয়েছে।

গত সপ্তাহে সুগাকে টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে দক্ষিণ কোরীয় পুলিশ। জিজ্ঞাসাবাদে দুই দিন পর রোববার উইভার্সে পোস্ট করা নিজের হাতে লেখা চিঠিতে দুঃখ প্রকাশ করে আইন লঙ্ঘনের কথা স্বীকার করেছেন সুগা।

সর্বশেষ সংবাদ

পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতির পরিমাণ ১.২ বিলিয়ন ডলার

দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতির পরিমাণ ১৪ হাজার ৪২১ কোটি টাকা বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। রোববার (৬...

এই বিভাগের অন্যান্য সংবাদ