spot_img

মান্নত করা নিয়ে হাদিসে যা এসেছে

অবশ্যই পরুন

কোনোকিছুর বিনিময়ে কিছু প্রাপ্তির আশায় মহান সৃষ্টিকর্তাকে রাজি-খুশি করতে আমাদের অনেকেই প্রায়সময়ে মান্নত করে থাকি। এ ক্ষেত্রে মান্নত করায় নিষেধাজ্ঞা না থাকলেও অবশ্যই আল্লাহর নামে মান্নত করতে হবে এবং আল্লাহ ছাড়া অন্য কারও নামে বা কোনোকিছুতে মান্নত করা যাবে না। মান্নত বিশুদ্ধ হওয়ার অন্যতম শর্ত এটি।

শায়খ আহমাদুল্লাহসহ অধিকাংশ ইসলামিক আলোচকদের মতে, আল্লাহকে রাজি-খুশি করতে মান্নত করায় নিষেধ না থাকলেও রাসুল (সা.) এর কাছে মান্নত করা পছন্দনীয় কোনো কাজ নয়। কোনো কোনো হাদিস অনুযায়ী, রাসুল (সা.) মান্নত করতেও নিষেধ করেছেন।

সাঈদ ইবনু হারিস (রা.) থেকে বর্ণিত, তিনি ইবনু উমর (রা.) কে  বলতে শুনেছেন, তোমাদেরকে কি মানত করতে নিষেধ করা হয়নি? রাসুল (সা.) তো বলেছেন, মানত কোনোকিছুকে বিন্দুমাত্র এগিয়ে আনতে পারে না এবং পিছিয়েও দিতে পারে না। তবে হ্যাঁ, মানতের দ্বারা কৃপণের কাছ থেকে (কিছু মাল) বের করা হয়। (সহিহ বুখারি, হাদিস: ৬২৩৫)

অপর হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনু উমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) মানত করতে নিষেধ করেছেন এবং বলেছেন, এতে কিছুই রদ হয় না, কিন্তু কৃপণ থেকে মাল বের করা হয়। (সহিহ বুখারি, হাদিস: ৬২৩৬)

আবার মানতের ওপর কসম কাটা নিয়েও কঠোর নিষেধ রয়েছে। হাদিসে এসেছে, বুরায়দা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি আমানতের ওপর কসম খাবে, সে আমাদের দলভুক্ত নয়।

অন্যদিকে, গুনাহের কোনোকিছুতে মানত করায়ও নিষেধ রয়েছে। রাসুল (সা.) সূত্রে আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, যে ব্যক্তি এরূপ মানত করে যে, সে আল্লাহর আনুগত্য করবে, তাহলে সে যেন তাঁর আনুগত্য করে। আর যে এরূপ মানত করে, সে আল্লাহর নাফরমানি করবে, তাহলে সে যেন তার নাফরমানি না করে। (সহিহ বুখারি, হাদিস: ৬২৩৯)

সর্বশেষ সংবাদ

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রকাশ উত্তর কোরিয়ার

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রথম প্রকাশ করলো উত্তর কোরিয়া। স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এই ছবি প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ