spot_img

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিকল্প ভাবনায় আইসিসি

অবশ্যই পরুন

বাংলাদেশে চলমান বৈষম্যবিরোধী আন্দোলন এবং শেখ হাসিনার পদত্যাগকে কেন্দ্র করে বিদ্যমান পরিস্থিতির কারণে বাংলাদেশে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে আইসিসি।

গতকাল সোমবার (৫ আগস্ট) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হলে বিশ্বকাপের ভেন্যু পাল্টাতে হবে। সেক্ষেত্রে বিকল্প দেশগুলোর তালিকায় রয়েছে আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কা।

এ প্রসঙ্গে আইসিসির এক মুখপাত্র বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তাদের নিরাপত্তা সংস্থা এবং আমাদের স্বাধীন নিরাপত্তা পরামর্শকদের সঙ্গে নিয়ে আইসিসি ভালোভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সব অংশগ্রহণকারীদের নিরাপত্তা এবং ভালো থাকাই আমাদের অগ্রাধিকার।
উল্লেখ্য, ১০ দল নিয়ে আগামী ৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো বাংলাদেশে।

সর্বশেষ সংবাদ

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রকাশ উত্তর কোরিয়ার

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রথম প্রকাশ করলো উত্তর কোরিয়া। স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এই ছবি প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ