spot_img

সরকারের পতন, পিছিয়ে গেল ‍‍`এ‍‍` দলের পাকিস্তান সফর

অবশ্যই পরুন

বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটারদের আজ পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। এর ফলে পিছিয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দলের পাকিস্তান সফরও। অন্তত দুদিন পিছিয়ে দেয়া হয়েছে এই সফর।

মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১০টায় ‘এ’ দলের পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার কথা। কিন্তু গতকাল ছয় ঘণ্টার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণার পর সন্ধ্যায় বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ‘অনিবার্য কারণবশত সফরটি অন্তত ৪৮ ঘণ্টার জন্য পিছিয়ে দেয়া হয়েছে। এ নিয়ে পিসিবির সঙ্গে বিসিবির যোগাযোগ অব্যাহত আছে।’

এদিকে চলতি মাসেই দুইটি টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ টেস্ট দলের। তবে তাদের সফর সূচি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মূলত, সভাপতি নাজমুল হাসান ছাড়াও বিসিবির পরিচালক পদে আছেন আওয়ামী লীগের আরও সাবেক-বর্তমান সংসদ সদস্য এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিরা। বর্তমান পরিস্থিতিতে বিসিবির নীতি নির্ধারণী বিষয়ে তারা কতটা ভূমিকা রাখতে পারবেন, সেটাও একটা প্রশ্ন।

সর্বশেষ সংবাদ

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রকাশ উত্তর কোরিয়ার

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রথম প্রকাশ করলো উত্তর কোরিয়া। স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এই ছবি প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ