spot_img

বাংলাদেশ নিয়ে যা বললেন বলিউডের সোনম কাপুর

অবশ্যই পরুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অবশেষে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়লেন শেখ হাসিনা। বাংলাদেশের বর্তমান অস্থিতিশিল পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন তারকারাও। এবার সে তালিকায় যোগ দিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হতে দেখা গেছে ওপার বাংলার মানুষকেও।

দেব, স্বস্তিকা, জিৎ, কৌশানীসহ বহু টলিউড তারকাই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। বলিউড থেকে বাংলাদেশের পাশে দাঁড়ালেন সোনম কাপুর।

বাংলাদেশের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থনা করলেন সোনম কাপুর। এক সংবাদমাধ্যমের প্রতিবেদন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন অভিনেত্রী।

সোনমের শেয়ার করা প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে এক দিনে ৬৬ জন নিহত হওয়ার খবর বলা হয়েছে। যদিও পরে সেই সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

সোনম পোস্টটি শেয়ার করে লিখেছেন, “এটা সত্যিই সাংঘাতিক। চলুন, সকলে মিলে বাংলাদেশের মানুষের জন্য প্রার্থনা করি। ”

বলিউডের প্রথম তারকা হিসেবে সোনমই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন। এর জন্য প্রশংসাও পেয়েছেন অনেক। সোনমের সেই পোস্টে মন্তব্য করে ধন্যবাদ জানাতে দেখা গেছে বাংলাদেশের অনেক ভক্তকেও।

শেখ হাসিনার পদত্যাগের পর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনা প্রধান ওয়াকার উজ জামান। এসময় বিএনপি, জাতীয় পার্টির মতো রাজনৈতিক দলগুলো যোগ দিয়েছিল বৈঠকে। ভাষণে আন্দোলনকারীদের থেকে সহযোগিতার আহ্বানও জানান সেনা প্রধান।

সর্বশেষ সংবাদ

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রকাশ উত্তর কোরিয়ার

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রথম প্রকাশ করলো উত্তর কোরিয়া। স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এই ছবি প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ