spot_img

সাদা বলেও ম্যাককালামকে চান মরগান

অবশ্যই পরুন

ইংল্যান্ডের সাদা বলে কোচের দায়িত্ব ছেড়েছেন ম্যাথু মট। ফলে তার যোগ্য উত্তরসূরির খোঁজে থ্রি লায়ন্সরা। সবার মনে প্রশ্ন, কে আসছেন এই পদে? অনেক নামের ভিড়ে ইয়ন মরগান নামটা আছে জোরেশোরে। কিন্তু সেই মরগান নিজেই চাচ্ছেন দায়িত্বটা যাক টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামের কাঁধে।

২০১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান। ইংলিশদের প্রথম ওয়ানডে শিরোপার সূতিকাগার তিনি। যদিও আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন, তবে ক্রিকেট ছাড়তে পারেনি তাকে। তাইতো ইংলিশ সমর্থকেরা সাবেক এই অধিনায়ককে দেখতে চান ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে।

তবে মরগান তার নিজের চেয়েও ম্যাককালামকেই যোগ্য ভাবছেন এই পদে। কেন তার এমন চাওয়া, তার পক্ষে যুক্তিও দিয়েছেন তিনি। তিনি বলেন, ‘ম্যাককালাম এই মুহূর্তে বিশ্ব সেরা কোচদের একজন। গত কয়েক বছর সে ইংলিশ টেস্ট দলটাকে বদলে দিয়েছে। ইসিবির রীতিনীতি সব কিছুই ও জানে।’

মরগান আরো বলেন, ‘এমন একজন লোক হাতে থাকার পরও রব কি কেন বাইরের দিকে হাত বাড়াচ্ছেন, আমি বুঝতে পারছি না। আমি বিশ্বাস করি, এই দলটার জন্য ম্যাককালামের চেয়ে যোগ্য কেউ হতে পারে না।’

রঙিন পোশাকে ম্যাককালামের আন্তর্জাতিক কোনো কোচিংয়ের অভিজ্ঞতা না থাকলেও মরগান আইপিএল দিয়েই পরিমাপ করছেন তাকে। এমনকি ম্যাককালাম দায়িত্ব নিতে না চাইলে জোর করে দেয়ার পক্ষেও মরগান।

‘আমি আইপিএলে ওর কোচিংয়ে খেলেছি। ও রঙিন পোশাকে দুর্দান্ত কোচ। চিন্তা এবং ক্রিকেট নিয়ে জ্ঞান অনেক গভীর। এমন একজনকে দায়িত্ব না দেয়াটা ইসিবির জন্য বোকামি হবে। ব্রেন্ডন দায়িত্ব নিতে না চাইলে তাকে বোঝাতে হবে। রব কি’কে এখানে বিশেষ দায়িত্ব পালন করতে হবে।’

উল্লেখ্য, ইংল্যান্ডের লাল বল অর্থাৎ টেস্ট দলের প্রধান কোচ ম্যাককালাম। তার অধীনে যেন আমূলে বদলে গেছে তারা। ‘বাজবল’ নাম দিয়ে খেলছে আক্রমণাত্মকভাবে। যার ফলাফলও আসছে বেশ। ২০২২ সালে দায়িত্ব নেয়ার পর তার অধীনে ২৫ টেস্টের ১৭টিতেই জিতেছে ইংলিশরা।

সর্বশেষ সংবাদ

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রকাশ উত্তর কোরিয়ার

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রথম প্রকাশ করলো উত্তর কোরিয়া। স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এই ছবি প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ