সংসদ সদস্য ও সাবেক ক্রিকেটার মাশরাফী বিন মুর্ত্তজার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা৷ যদিও মাশরাফী এই সময় বাড়ি ছিলেন না। আগুন দেয়া হয়েছে সাকিবের পার্টি অফিসেও।
কোটা সংস্কার নিয়ে সারা দেশে চলমান আন্দোলনের তোপের মুখে পড়ে সোমবার দুপুরে পদত্যাগ করে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশ ছাড়তেই সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিপাকে পড়েছেন।
ক্ষমতাশীন আওয়ামী লীগের সংসদ সদস্য বা দলীয় নেতাদের বাড়ি-ঘরে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। একই ঘটনা ঘটেছে মাশরাফীর সাথে। নড়াইল ২ আসনের সংসদ সদস্য সাবেক এই ক্রিকেটারও পড়েন জনরোষে।
নড়াইল শহরের মহিষখোলা এলাকায় জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মর্তুজা বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।
সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
উল্লেখ্য, দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সংসদ সদস্য হয়েছিলেন মাশরাফী। তবে কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অনেকে সংহতি জানালেও মাশরাফী ছিলেন নীরব। এ নিয়ে তুমুল বিতর্কের মধ্যে পড়েন তিনি।
অন্যদিকে আরেক ক্রিকেটার এমপি সাকিব আল হাসানের শহরের কেশব মোড় এলাকার বাড়ি এখনো নিরাপদ আছে। তবে জানা গেছে রাজনৈতিক অফিস পুড়িয়ে দেয়া হয়েছে।