spot_img

রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে ব্যবসা নয়, ভারতকে সতর্ক করলো যুক্তরাষ্ট্র

অবশ্যই পরুন

রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে ভারতের ব্যাংকগুলোকে ব্যবসা না করতে একটি চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মার্কিন এই নিষেধ অমান্য করে রুশ সেনাদের সঙ্গে ব্যবসা করলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আর কোনো আর্থিক সহায়তা মিলবে না বলেও সতর্ক করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতকে এই চিঠি দিয়েছেন মার্কিন সহকারী অর্থ সচিব ওয়ালি আদেয়েমো। ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনকে দেয়া চিঠিতে তিনি লিখেছেন, আমরা জানি রাশিয়ার সামরিক বাহিনী মেশিন টুলস এবং মাইক্রোইলেক্ট্রনিক্সের মতো সংবেদনশীল পণ্য আমদানি করে। লেনদেন সহজ করার জন্য সে দেশের বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলির ওপর নির্ভর করে মস্কো।

তিনি জানান, ২০২৩ সালের ডিসেম্বর মাসে রুশ সেনাবাহিনীর সঙ্গে ব্যবসা করা বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয় জো বাইডেন প্রশাসন। তাছাড়া রাশিয়ার সামরিক শিল্প ঘাঁটির লেনদেনে কোন কোন ব্যাংক সহায়তা করছে, সেটিও খুঁজে বার করার চেষ্টা চলছে। এরপরই ভারতে এই চিঠি দেয়া হলো।

২০২২ সালে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরু হলে পুরো বিশ্বকে মস্কোর কাছ থেকে দূরে রাখতে উঠে-পড়ে লাগে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। তারই অংশ হিসেবে তারা ভারতকেও চাপ দেয়। তবে পশ্চিমাদের এই চাপ এড়িয়ে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের নেতার সাক্ষাতের পরেই ভারতীয় ব্যাংকগুলোতে এই সতর্কবার্তা পাঠালো পশ্চিমা বিশ্বের মোড়ল আমেরিকা।

চিঠিতে আগামী ৩০ দিনের মধ্যে ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশনকে জবাব দিতে বলেছেন আমেরিকার সহকারী অর্থ সচিব। তবে এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেনি সংগঠনটি। তাছাড়া ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন ছাড়াও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন বা ভারতীয় শিল্প সমিতিকে এই চিঠি পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রকাশ উত্তর কোরিয়ার

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রথম প্রকাশ করলো উত্তর কোরিয়া। স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এই ছবি প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ