spot_img

কোটা আন্দোলন নিয়ে যা বললেন চীনা রাষ্ট্রদূত

অবশ্যই পরুন

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীন সবসময়ই বাংলাদেশে স্থিতিশীলতা চায়। আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকের পর চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া প‌রি‌স্থি‌তি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিনি বলেন, আমরা কোনো দেশের অভ্যন্তরীন বিষয়ে কথা বলি না। কিন্তু বাংলাদেশের নিজস্ব সক্ষমতা আছে এটা মোকাবেলা করার। বাংলাদেশের সরকার ও জনগণ দেশের শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম।

চীনের রাষ্ট্রদূত আরও বলেন– আমরা স্থিতিশীল অবস্থা দেখতে চাই। আমি বিশ্বাস করি, বাংলাদেশ সরকার সেই স্থিতিশীল পরিবেশ খুব দ্রুত ফিরিয়ে আনতে সক্ষম হবে।

সর্বশেষ সংবাদ

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রকাশ উত্তর কোরিয়ার

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রথম প্রকাশ করলো উত্তর কোরিয়া। স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এই ছবি প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ