spot_img

ইসরাইলে ভারী অস্ত্রের বিশাল চালান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

অবশ্যই পরুন

ইসরাইলি ভারী অস্ত্রের বিশাল চালান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরাইলি বাহিনী এসব অস্ত্র গাজার ঘন বসতিপূর্ণ এলাকায় ব্যবহার করতে পারে- এমন শঙ্কায় গত মে মাস থেকে এসব অস্ত্র সরবরাহ করা স্থগিত রেখেছিল বাইডেন প্রশাসন। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, স্থগিত রাখা অস্ত্রের প্রায় অর্ধেক এখন ইসরাইলে পাঠানো হচ্ছে।

গত মে মাসে হোয়াইট হাউস ঘোষণা করে যে তারা ১৮ শ’টি ২,০০০ পাউন্ডের এবং ১৭ শ’টি ৫০০ পাউন্ডের বোমার চালান সরবরাহ করা স্থগিত করেছে। ইসরাইলের ১০ লাখ ফিলিস্তিনির বসবাসের স্থান রাফা আক্রমণের ঘোষণা করার পর এই সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।

ব্যাপক বেসামরিক নাগরিক নিহত হওয়ার উদ্বেগের মধ্যই ইসরাইল রাফায় হামলা চালায়। তবে গত মাসে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, ইসরাইলে অস্ত্র সরবরাহ স্থগিত রাখার বৃহত্তর নীতি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। এতে বাইডেন প্রশাসন আরো ক্ষুব্ধ হয়। এতে করে ওইসব অস্ত্রের চালান আংশিক হলেও সরবরাহ করার চেষ্টা বন্ধ হয়ে যায়।

তবে গত মাসে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট এবং অন্য কর্মকর্তারা যুক্তরাষ্ট্র সফর করে মার্কিন কর্মকর্তাদের সাথে মতবিরোধ কমাতে সফল হন। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আবার ভারী অস্ত্র সরবরাহ শুরু করেছে।

জানা গেছে, ৫০০ পাউন্ডের বোমার চালান ইতোমধ্যেই ইসরাইলে রওনা হয়ে গেছে।

ইসরাইল ইতোমধ্যে ঘোষণা করেছে, তারা রাফা অভিযান প্রায় শেষ করে এনেছে। তারা এখন থেকে গাজায় হামাসের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলোর ওপর নিখুঁতভাবে হামলা চালাবে।

সূত্র : টাইমস অব ইসরাইল

সর্বশেষ সংবাদ

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রকাশ উত্তর কোরিয়ার

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রথম প্রকাশ করলো উত্তর কোরিয়া। স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এই ছবি প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ