কোটা বাতিল আন্দোলন ও ‘প্রত্যয়’ স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনে জাতীয় পার্টির সমর্থন রয়েছে বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
সোমবার (৮ জুলাই) রংপুরে এক সংবাদ সম্মেলনে জি এম কাদের বলেন, জনগণের আস্থা নেই সরকারের প্রতি। সরকার এখন দেউলিয়া, দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে।
এদিকে কোটা সংস্কারের এক দফা দাবিতে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বাংলা ব্লকড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
সোমবার দ্বিতীয় দিনের মতো (৮ জুলাই) ফের অবরোধ চলছে। এর আগে রোববার শাহবাগ থেকে শিক্ষার্থীরা এই কর্মসূচির ঘোষণা দেন। আন্দোলনকারীদের দেওয়া তথ্যমতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর মোড়, কারওয়ান বাজার, হাতিরপুল মোড় অবরোধ করবেন।