spot_img

বডি ডিসমর্ফিয়াতে ভুগছেন করণ জোহর

অবশ্যই পরুন

বলিউডের জনপ্রিয় নির্মাতাদের একজন করণ জোহর। তার সিনেমা থেকে ব্যক্তিজীবন সব নিয়েই মানুষের আগ্রহের শেষ নেই। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এসে ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। হিন্দুস্তার টাইমসের প্রতিবেদন অনুযায়ি, একটি সাক্ষাৎকারে বডি ডিসমর্ফিয়াতে ভুগার বিষয়টি জানিয়েছেন এ নির্মাতা। তার ভোগান্তির কারণ জানিয়েছেন তিনি।

করণ জোহর জানান, দীর্ঘদিন ধরে বডি ডিসমর্ফিয়াতে ভুগছেন তিনি। নানান চিকিৎসা নিয়েও সমস্যার সমাধান হয়নি। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন। তাদের থেরাপি নিয়েও কিছু ঠিক হয়নি।

করণ বলেন, ‘বডি ডিসমর্ফিয়া একটি মানসিক রোগ। এর কারণে আমার সুইমিংপুলে নামতে খুব অস্বস্তি হয়। এটা থেকে বের হওয়ার অনেক চেষ্টা করেও পারিনি। সবসময়ই ওভারসাইজড পোশাকে দেখতে পছন্দ করি। এমনকি আমি যদি ওজনও কমাই তাহলেও মনে হয় মোটাই আছি। সেটা নিয়েই লড়াই করছি। সবসময় মনে হয় আমি মোটা। এ কারণে আমার শরীরের কোনো অংশ দেখাতে চাই না।

সমস্যার শুরু কবে থেকে এ নিয়ে এই নির্মাতা জানান, মাত্র ৮ বছর বয়স থেকেই বডি ডিসমর্ফিয়ার সমস্যা শুরু হয় তার। এই সমস্যার কারণে সবসময় নিজের শরীরকে নিজের কাছে খারাপ মনে হয়। করণ জোহর বলেন, নিজের শরীরকে নিয়ে আমি নিজেই নিন্দা করি। এমনকি অন্তরঙ্গ হওয়ার সময়ও আমি ঘরের আলো নিভিয়ে রাখি, যাতে আমাকে না দেখা যায়। এসবের জন্য থেরাপি করিয়েছি। কিন্তু কিছুই হয়নি। এ সমস্যা থেকে মুক্তির জন্য অনেক কিছু করেছি। এটা মানসিকভাবে আমাকে শেষ করে দেয়। আমি ওষুধ খেয়েছি প্যানিক অ্যাটাক হওয়ার পর।

বর্তমানে সব সামাল দিয়ে নতুন সিনেমা নিয়ে ব্যস্ত করণ জোহর। তার প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশনের প্রযোজনা মুক্তি পেতে যাচ্ছে ‘ব্যাড নিউজ’। আগামী ১৯ জুলাই মুক্তি পাবে এই সিনেমাটি। আসন্ন সিনেমাটির প্রধান চরিত্রে থাকবেন ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরি। এ ছাড়াও থাকছেন নেহা ধুপিয়া। গত ৫ জুলাই মুক্তি পেয়েছে করণ জোহর প্রযোজিত ‘কিল’।

সর্বশেষ সংবাদ

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রকাশ উত্তর কোরিয়ার

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রথম প্রকাশ করলো উত্তর কোরিয়া। স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এই ছবি প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ