আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের এই দলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন শাহাদাৎ হোসেন দিপু ও মুশফিক হাসান।
২০২১ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় দিপুর। এখন পর্যন্ত ২০ ম্যাচে ১২৬৫ রান করেছেন ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটার। যেখানে রয়েছে দুটি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরি। সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ‘এ’ দলের হয়ে দুটি হাফ সেঞ্চুরিও আছে দিপুর।
এদিকে ২০২২ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়া মুশফিক ১৩ ম্যাচে নিয়েছেন ৪৯ উইকেট। তিনিও সদ্য সমাপ্ত এ দলের সিরিজে ২ ম্যাচে শিকার করেছেন ৫ উইকেট। এক ইনিংসে ৫৪ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট।
দলের দুই নতুন মুখ দিপু ও মুশফিকের দলে অর্ন্তভুক্তি প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘দুজনই অনূর্ধ্ব-১৯ পর্যায়ের খেলেছে। এরপর আমাদের হাই পারফরম্যান্স বিভাগে ছিল। ‘এ’ দলের খেলায়ও যথেষ্ট ভালো করেছে। আমরা আত্মবিশ্বাসী ওরা দুজনই সুযোগ পেলে ভালো করবে।’
আগামী ১৪ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট। আফগানিস্তান দলের ঢাকায় আসার কথা ১০ জুন।
বাংলাদেশের স্কোয়াড- লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, মুশফিক হাসান।