spot_img

যুক্তরাষ্ট্রের উটাহর স্কুলে যে কারণে নিষিদ্ধ হলো বাইবেল

অবশ্যই পরুন

মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের একটি স্কুলের কর্তৃপক্ষ অশ্লীলতা এবং সহিংসতার জন্য প্রাথমিক বিদ্যালয়ে কিং জেমস বাইবেল নিষিদ্ধ করেছে। বাইবেলের কিং জেমস ভার্সনে এমন সব উপাদান আছে, যা শিশুদের উপযুক্ত নয়- এক অভিভাবকের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সল্ট লেকের উত্তরের ডেভিস স্কুল ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ এ পদক্ষেপ নেয় বলে জানিয়েছে বিবিসি।

সমকামী অধিকার ও বর্ণবৈষম্য বিষয়ক আলোচনা আছে এমন অনেক বিতর্কিত বই নিষিদ্ধে একযোগে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের রক্ষণশীলরা। এর মধ্যেই প্রাথমিক আর মাধ্যমিক স্কুলে বাইবেল নিষিদ্ধ করল উটাহর একটি অঞ্চল কর্তৃপক্ষ।

টেক্সাস, ফ্লোরিডা, মিসৌরি ও সাউথ ক্যারোলাইনাতেও ‘আপত্তিকর’ বিবেচিত অনেক বই নিষিদ্ধ হয়েছে। উদার বলে পরিচিত অনেক রাজ্যের কিছু স্কুল ও লাইব্রেরি থেকেও অনেক বই নিষিদ্ধ হয়েছে।

২০২২ সালের ডিসেম্বরে করা এক অভিযোগের ভিত্তিতে এ সপ্তাহে বাইবেল নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে ডেভিস স্কুল ডিস্ট্রিক্ট। কর্মকর্তারা বলছেন, তারা এরই মধ্যে বাইবেলের ৭ থেকে ৮টি কপি তাক থেকে সরিয়ে নিয়েছেন। নিষিদ্ধের আগেও শিক্ষার্থীদের পাঠ্যক্রমে বইটি ছিল না বলে জানিয়েছে তারা।

২০২২ সালে একটি রাজ্যব্যাপী আইন পাস করার পর স্কুল লাইব্রেরিতে পাওয়া বইগুলিকে চ্যালেঞ্জ করার অনুমতি দেয়ার পরে মার্চ মাসে অভিযোগটি দায়ের করা হয়েছিল। অভিভাবক তার অভিযোগে বলেছিলেন যে কিং জেমস বাইবেলে ‘অপ্রাপ্তবয়স্কদের জন্য তেমন কোন মূল্যবোধ নেই’ কারণ এটি আমাদের নতুন সংজ্ঞা অনুযায়ী অশ্লীল।

ডেভিস স্কুল ডিস্ট্রিক্ট জানায়, বাইবেলে যা আছে, তা ২০২২ সালের আইন ভঙ্গ না করলেও এতে যে ‘অশ্লীলতা বা সহিংসতা আছে, তা ছোট ছোট ছাত্র-ছাত্রীদের উপযুক্ত নয়’। তবে স্থানীয় হাই স্কুলগুলোতে বইটি ঠিকই থাকছে।

রক্ষণশীলদের বিরোধিতা করা জনসাধারণের অভিযোগের মুখে গত বছর টেক্সাসের একটি স্কুল ডিস্ট্রিক্টও তাদের লাইব্রেরির তাক থেকে বাইবেল সরিয়ে নিয়েছিল।

সূত্র: এনডিটিভি

সর্বশেষ সংবাদ

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রকাশ উত্তর কোরিয়ার

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রথম প্রকাশ করলো উত্তর কোরিয়া। স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এই ছবি প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ