বাংলা টেলিভিশন ধারাবাহিকের খুব পরিচিত মুখ রুকমা রায়। ‘কিরণমালা’ ধারাবাহিকের মাধ্যমে তারকা খ্যাতি অর্জন করেছেন। পরবর্তীতে কখনো ‘দেশের মাটি’র মাম্পি, কখনো ‘খড়কুটো’র তিন্নি হিসেবে নজর কেড়েছেন দর্শকের। এবার এক অনুষ্ঠানে হেনস্তার শিকার হলেন জনপ্রিয় এ অভিনেত্রী।
সম্প্রতি রুকমা একটি স্টেজ শোয়ে গিয়েছিলেন। সেখানে গিয়েই দুর্ব্যবহারের শিকার হয়েছেন। হিন্দুস্তান টাইমসের খবর, গত ২৪ মে হুগলি জেলার খানাকুলের উদয়পুরের কালীপুজার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন রুকমা।
অনুষ্ঠানে প্রিয় কিরণমালাকে দেখার জন্য ভিড় করেন দর্শকরা। সবই ঠিকঠাক ছিল। হঠাৎ আবদার আসে সেলফি তোলার। দর্শকের পক্ষ থেকে বারবার অনুরোধ আসায় সেলফি তুলতে রাজি হন তিনি। তবে জুড়ে দেন শর্ত।
রুকমা বলেন, ‘একজনের ফোন থেকেই সেলফি তুলব।’ এভাবে ছবিও তোলেন। এরপরই আয়োজক কমিটির একজন বিরক্তি ভাব নিয়ে উচ্চ স্বরে বলেন, ‘আপনাকে নিজের অ্যাড দিতে অর্থ দিয়ে নিয়ে আসিনি আমরা।’ তারপর অভিনেত্রী বলেন, ‘তাহলে আপনি করে নিন অনুষ্ঠানটি।’ পাল্টা জবাব দিয়ে আয়োজক কমিটির ওই সদস্য বলেন, ‘আপনি স্টেজ থেকে এখনই নেমে যান।’
এদিকে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, অভিনেত্রীকে স্টেজ থেকে নেমে যাওয়ার কথা বলতেই নেমে যান তিনি। আয়োজক কমিটির সেই ব্যক্তির হাতে মাইক ধরিয়ে দিয়ে স্টেজ থেকে সরাসরি গাড়িতে উঠেন রুকমা। প্রিয় তারকা চলে যাওয়ার পর দর্শকরাও চলে যেতে থাকে অনুষ্ঠান থেকে।
রুকমা অভিনয়ের পাশাপাশি ভালো গানও পারেন। এ কারণে তাকে অনুষ্ঠানে নেয়া। আয়োজক কমিটির এমন ব্যবহারে স্থানীয় সংবাদমাধ্যম তাকে প্রশ্ন করলে কোনো মন্তব্য করেননি তিনি। তবে কমিটির এক সদস্য কার্তিক পাত্র জানিয়েছেন, আসলে অভিনেত্রীর ১০টার সময় আসার কথা ছিল। কিন্তু তিনি এসেছেন ১২টায়। এতে মেজাজ হারিয়েছিলেন তিনি (অভিযুক্ত কমিটির সদস্য)।
প্রসঙ্গত, অভিনেত্রী রুকমিকে সবশেষ দেখা গেছে জি বাংলার ‘লালকুঠি’তে। বর্তমানে টেলিভিশন থেকে কিছুটা দূরে রয়েছেন তিনি। শিগগিরিই হইচইয়ের ওয়েবসিরিজ ‘নষ্টনীড়’-এ দেখা যাবে তাকে।