spot_img

‘নিজের জীবনের গল্প এমন মর্মান্তিক হবে কল্পনা করিনি কখনও’

অবশ্যই পরুন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ অনাগত যমজ সন্তানকে হারিয়েছেন। সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিজেই জানিয়েছিলেন তিনি।

মঙ্গলবার (২৩ মে) সন্তানদের কবরের সামনে দাঁড়ানো একটি ছবি ফেসবুকে পোস্ট করে ইরফান সাজ্জাদ লিখেছিলেন, ‘তাদের নাম রেখেছিলাম প্রিয়া আর মায়া। তারা আল্লাহর বেশি প্রিয় হয়ে গেল…!’

এর একদিন পর বৃহস্পতিবার (২৫ মে) সন্তানদের কবরের সামনে আরেকটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন এই অভিনেতা। সন্তান হারিয়ে তিনি ভীষণ ভেঙে পড়েছেন, আর সেই চিত্রই ফুটে উঠেছে ছবিটিতে দেয়া তার ক্যাপশনে।

অভিনেতা লেখেন, ‘পৃথিবীতে শুধুমাত্র একটা জিনিসকে মানুষ তার একান্ত নিজের বলতে পারে, তার নিজের সন্তান। আল্লাহ আমাদের একসঙ্গে দুজন দিয়েছিলেন, আবার নিয়েও গেলেন।

‘অনেক গল্পে অভিনয় করেছি আমি, নিজের জীবনের গল্প এমন মর্মান্তিক হবে কল্পনা করিনি কখনও। হয়ত জীবনটাই এমন, যেখানে বাস্তবতা কল্পনাকে হার মানায়। ভালো থেকো আমার ‘‘প্রিয়’’ আর ‘‘মায়া’’। দেখা হবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ।’

এর আগে বিষয়টি ইরফান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার স্ত্রী শারমিন সাজ্জাদ দেড় বছর ধরে অসুস্থ। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তার নিয়মিত চিকিৎসা চলছিল। এর মধ্যে জানতে পারি আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। এ কারণে আমি দেড় বছর সেভাবে কাজ করিনি। পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেছি সব সময়।’

তিনি বলেন, ‘গত (৫ মে) দুপুরে চেন্নাই থেকে ঢাকার ফ্লাইটের টিকিট কনফার্ম করা ছিল। কিন্তু হঠাৎ সেদিন সকালে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বড় সার্জারি হয় তার। কিন্তু চিকিৎসক আমাদের ছয় মাসের অনাগত সন্তানকে আর পৃথিবীর আলো দেখাতে পারেননি। আমার স্ত্রীর শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সেই মুহূর্তে চিকিৎসকের হাতে কোনো উপায় ছিল না আমাদের সন্তানকে পৃথিবীর আলো দেখানোর।’

অভিনেতা আরও বলেন, ‘বর্তমানে আমার স্ত্রী অসুস্থ রয়েছে। সন্তান কী সেটা উপলব্ধি করছি, এই ফিলিং আসলেই ভাষায় প্রকাশ করার মতো মানসিক অবস্থা নেই। দোয়া করবেন যেন সুস্থ স্ত্রীকে নিয়ে দেশে ফিরতে পারি শিগগিরই।’

সর্বশেষ সংবাদ

‘বর্তমানে বিজিবি-বিএসএফের সম্পর্ক অনেক ভালো’

আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে সম্পর্ক অনেক ভালো বলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ