spot_img

‘ভাইজান’-এর আচরণে মুদ্ধ ভক্তরা, ভাইরাল ভিডিও

অবশ্যই পরুন

বিমানবন্দরে তারকাদের আচার-আচরণ প্রায়ই পাপ্পারাজিদের লেন্সবন্দি হয়। খান-কাপুর থেকে বলিপাড়ার নবীন প্রজন্মের তারকারাও সেই তালিকা থেকে বাদ যান না। এবার বিমানবন্দরে বলিউড ‘ভাইজান’ সালমান খানের আচরণ দেখে মুদ্ধ হয়ে গেলেন প্রত্যক্ষদর্শীরা ও ভক্তরা। সেই ভিডিও নেটদুনিয়ার ভাইরাল হতেই প্রশংসার বন্যা।

সম্প্রতি নতুন লুকে নজর কেড়েছেন সালমান। মুম্বাই বিমানবন্দরেও সেই নয়া অবতারে দেখা গেল ভাইজানকে। তবে নজর কাড়ল অভিনেতার কীর্তি। তাকে দেখেই দূর থেকে এক খুদে ছুটে আসে তার দিকে। ফিরিয়ে দেননি সালমান। সেই খুদে ভক্ত তার কাছে না আসা অবধি অপেক্ষা করেন এবং কড়া নিরাপত্তাবলয় ভেঙে জড়িয়ে ধরে আদর করেন।

সেই মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপারাজ্জিরা। সেই ভিডিও বর্তমানে ভাইরাল। ভাইজানের এমন মিষ্টি ব্যবহার নজর কেড়েছে অনুরাগীদের।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়, আবু ধাবির এক অনুষ্ঠানে যোগ দিতে দুবাই যাচ্ছিলেন সালমান। তার আগেই বিমানবন্দরে ভাইজানের মিষ্টি আচরণ দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।

কেউ বলছেন, ‘ভক্তের ভগবান ভাইজান।’ একজন বললেন, ‘প্রকৃত মানবিকতা রয়েছে।’কেউ আবার বলছেন, ‘ভাইজানের মত কেউ নেই।’ এমন অসংখ্য মন্তব্যে ভালোবাসায় ভাসছেন ভক্তদের ‘ভাইজান’ সালমান।

সর্বশেষ সংবাদ

বারবার কেন ‘সাষ্টাঙ্গ প্রণাম’ করেন মোদি?

নতুন সংসদ ভবন উদ্বোধনের আগে ভবনের মাটি ছুঁয়ে সাষ্টাঙ্গ প্রণাম করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (২৮ মে) সকালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ