spot_img

পানির বোতলের দুর্গন্ধ দূর করবেন যেভাবে

অবশ্যই পরুন

নিয়মিত পানির বোতল ব্যবহারের পর তা ঠিকভাবে পরিস্কার না করলে বোতল থেকে বাজে গন্ধ আসে। সবসময় পানি রাখতে রাখতে বোতলে এরকম দুর্গন্ধ হয়। অপরিষ্কার এবং দুর্গন্ধযুক্ত ওয়াটার বোতলে জীবাণু থাকার সম্ভাবনা থাকে। তাই বোতলে বাজে গন্ধ থাকলে তা দূর করার ব্যবস্থা তো নিতে হবে।

দীর্ঘদিন বোতল ব্যবহার করে দুর্গন্ধ হলে যা করবেন-

* বেকিং সোডা পানির বোতলে ভরে তাতে পানি দিয়ে ভালো করে ঝাঁকান। এবার এই অবস্থায় কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। দুর্গন্ধ দূর হবে।

* বোতলে লেবুর রস আর পানি ভরে ভালো করে ঝাঁকিয়ে নিন। তারপর কিছুক্ষণ রেখে ধুয়ে নিন।

* ভিনেগারও এই ক্ষেত্রে বেশ কাজে আসে। ভিনেগারের সঙ্গে পানি মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন বোতলের ভেতর। কিছুক্ষণ পর ঝাঁকিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন।

* ফোটানো চায়ের পাতা দিয়ে পানির বোতল পরিষ্কার করতে পারেন। কারণ ফুটিয়ে তোলা চায়ের পাতা প্রাকৃতিক সাবানের ন্যায় কার্যকর। তাই পানির বোতলে চায়ের পাতা দিয়ে পানি-ভর্তি করে রাতভর রাখুন। সকালে উঠেই বোতল ধুয়ে ফেলুন। পানিতে আর ভ্যাপসা গন্ধ থাকবে না।

সর্বশেষ সংবাদ

‘বর্তমানে বিজিবি-বিএসএফের সম্পর্ক অনেক ভালো’

আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে সম্পর্ক অনেক ভালো বলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ