spot_img

দ্বিতীয় ওয়ানডেতেও বৃষ্টির বাধা; টস হতে বিলম্বিত

অবশ্যই পরুন

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও বৃষ্টির বাধা। বৃষ্টিতে বিলম্বিত হচ্ছে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের টস। মাঠ পর্যবেক্ষণে নেমেছেন আম্পায়াররা। এর আগে, সিরিজের প্রথম ওয়ানডেও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

শুক্রবার (১২ মে) দিনের শুরুতে বৃষ্টি ছিল না। বাংলাদেশ এবং আয়ারল্যান্ড দল যখন মাঠে প্রবেশ করে তখনও ইংল্যান্ডের আকাশে ছিল রোদ। ম্যাচ শুরুর পূর্ব  প্রস্তুতি হিসেবে ক্রিকেটাররা মাঠে নেমে অনুশীলনও করেন। কিন্তু টসের আগেই নামে বৃষ্টি।

ধারণা করা হচ্ছে, বাংলাদেশ সময় বিকেল ৫টার পর বৃষ্টি থামতে পারে। আর সেটি হলে আজকের ম্যাচটি হতে পারে ৩০ ওভারের।

 

সর্বশেষ সংবাদ

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রকাশ উত্তর কোরিয়ার

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রথম প্রকাশ করলো উত্তর কোরিয়া। স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এই ছবি প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ