মিয়ানমারে ভিন্নমতাবলম্বী দুই হাজার ১৫৩ বন্দিকে ক্ষমা করার পাশাপাশি মুক্তি দিয়েছে দেশটির জান্তা সরকার।
স্থানীয় সময় বুধবার সামরিক সরকারের এক ঘোষণায় বলা হয়, গত বছর ফেব্রুয়ারিতে সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসার পর যেসব সমালোচকদের বিশেষ আইনে আটক করা হয়েছিল তাদের ‘কাসোনে পূর্ণিমা দিবস‘ উপলক্ষে ক্ষমা করা হয়েছে। এইদিন দেশটিতে সাধারণত জাতীয়ভাবে ছুটি থাকে। সূত্র: দ্য ইরাওয়াডি
দণ্ডবিধি ৫০৫(এ) ধারার অধীনে সাজা ভোগ করা দুই হাজার ১৫৩ বন্দিকে ধর্মীয় উৎসব উপলক্ষে মুক্তি দেয়া হয়েছে।
এই আইনে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করার পর থেকে ভিন্নমতের মানুষের ওপর নির্বিচারে প্রয়োগ করা হচ্ছে এই বিতর্কিত আইনটি।
বিবৃতিতে বলা হয়, মানুষের শান্তিপূর্ণ মানসিক অবস্থা এবং মানবিক কারণে ক্ষমার আদেশ দিয়েছে দেশটির সামরিক বাহিনী। যারা আবারও এমন অপরাধ করবেন তাদের অতিরিক্ত সাজাসহ বাকি শাস্তি ভোগ করতে হবে।
একটি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার মতে, অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করা এবং দেশকে অশান্তিতে নিমজ্জিত করার পর থেকে প্রায় ২১ হাজারের বেশি ভিন্নমতের মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
জাতিসংঘের মতে, এ সময় অন্তত ১৭০ সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।