অর্থনৈতিক বিষয়ক মার্কিন সাময়িকী ‘ফোর্বস’ নিশ্চিত করেছে রাশিয়ার অর্থনীতি ইউরোপের অর্থনীতির চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে।
এ সংক্রান্ত এক প্রতিবেদনে ‘ফোর্বস’ লিখেছে, ‘ইউক্রেন সঙ্কট ও যুদ্ধের ফল ভোগ করছে ইউরোপ এবং তাদের অর্থনৈতিক অবস্থাও শোচনীয়। অথচ রাশিয়ার অর্থনীতি ইউরোপের চেয়ে ভালো অবস্থানে রয়েছে’।
রাশিয়ার অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘চীন ও ভারতের মতো দেশগুলো রুশ বিরোধী পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করায় রাশিয়া নিজের শক্তিশালী অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।’
প্রকৃতপক্ষে, ইউক্রেন সঙ্কটের অজুহাতে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নসহ পাশ্চাত্য বিশ্বের নিষেধাজ্ঞার কারণে উল্টো ইউরোপের দেশগুলোতে নজিরবিহীন জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চলিত বছর গ্রীষ্মে জ্বালানি সঙ্কট ইউরোপের জন্য অন্যতম মহাসঙ্কটে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউক্রেন সঙ্কট শুরুর আগে মস্কো গ্যাস পাইপ লাইনের মাধ্যমে ইউরোপের ৪০ শতাংশ জ্বালানির চাহিদা মেটাতো। কিন্তু এখন রাশিয়া জ্বালানি রফতানি ৭৫ শতাংশ কমিয়ে আনায় ইউরোপ সঙ্কটে পড়েছে।
সূত্র : পার্সটুডে