spot_img

ইসরায়েলি পতাকা খুলে ফেলে দিলো কাক, ভিডিও ভাইরাল

অবশ্যই পরুন

পতাকাদণ্ড থেকে ইসরায়েলের পতাকা খুলে ফেলে দিচ্ছে একটি কাক, এমন একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে অনলাইন দুনিয়ায়। খবর আরব নিউজ-এর।

ওই ভিডিও ক্লিপে দেখা গেছে, কাকটি ঠোঁট দিয়ে পতাকাদণ্ড থেকে ইসরায়েলি পতাকা খুলে মাটিতে ফেলে দিচ্ছে।

দখলকৃত ফিলিস্তিনের একটি ভবনের ছাদে টাঙানো ছিল পতাকাটি। একটি কাক সহসাই কয়েকবারের চেষ্টায় ঠোঁট পতাকাটিকে দণ্ড থেকে খুলে আনে। এরপর সেটি মাটিতে ফেলে দেয়।

কাজ সেরে কাকটি পতাকাদণ্ডেই বসে থাকে।

ঘটনাটি দেখতে ওই ভবনের চারপাশে ভিড় জমিয়েছিল আশপাশের ফিলিস্তিনিরা। বায়সের কাণ্ড দেখে তারা অবাক হয়ে যায়।

ওই ভিডিও ফুটেজটি অনলাইনে ভাইরাল হয়ে যায়। অনেক নেটিজেন ঘটনাটি নিয়ে মজা করেছেন। আবার অনেকে বলছেন, এ ঘটনার মাধ্যমে কাকটি সম্ভবত ‘শিক্ষা’ দিয়েছে সবাইকে।

একজন নেটিজেন মন্তব্য করেছেন: ‘একটি স্মার্ট ফিলিস্তিনি “ইহুদিবিরোধী” কাক…’

ফিলিস্তিনি চিকিৎসক ও লেখক তারিক সাদিদ এক টুইট বার্তায় লিখেছেন: ‘ফিলিস্তিনের পশুপাখিরাও সাময়িক জায়নবাদী ধ্বংসযজ্ঞের বিরোধী।’ কাকটিকে তিনি ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন।

সর্বশেষ সংবাদ

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রকাশ উত্তর কোরিয়ার

প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পের ছবি প্রথম প্রকাশ করলো উত্তর কোরিয়া। স্থানীয় সময় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এই ছবি প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ