spot_img

পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে কি রোজা ভাঙে?

অবশ্যই পরুন

প্রতিদিন টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা আমাদের অভ্যাস। রমজানেও অনেকেই টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন। তবে অনেকেই মনে করেন টুথ পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে রোজা ভেঙে যায়। তবে অনেকে আবার মনে করেন দাঁত ব্রাশ করলে রোজা ভাঙে না কিন্তু মাকরুহ হয়ে যায়।

রোজা সহজ সরল একটি ধর্মীয় আচরণের বিষয়, কিন্তু বেশ কিছু ভুল ধারণা বিদ্যমান অনেকের মনেই। এর মধ্যে একটি হচ্ছে রোজা রেখে দাঁত ব্রাশ করা নিয়ে। এটা নিয়ে মতভেদ রয়েছে আলেমদের মধ্যে। কেউ কেউ বলছেন রোজা রেখে দাঁত ব্রাশ করা যাবে। এতে রোজা ভাঙবে না। আবার কেউবা বলছেন রোজা রেখে পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা মাকরুহ।

এ বিষয়ে বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ বলেন, রোজা রেখে সকাল বেলা কেউ যদি দাঁত ব্রাশ করতে চান, তাহলে তার জন্য জায়েজ রয়েছে। সেখানে ব্রাশ এবং পেস্ট দুটোই ব্যবহার করা জায়েজ রয়েছে। এতে সিয়াম নষ্ট হবে না বা সিয়ামের কোনো ক্ষতি হবে না।

সর্বশেষ সংবাদ

‘বর্তমানে বিজিবি-বিএসএফের সম্পর্ক অনেক ভালো’

আগের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে সম্পর্ক অনেক ভালো বলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ