spot_img

দৃষ্টি হারিয়েছেন, কিডনিও নষ্ট, জানালেন রানা দগ্গুবাটি

অবশ্যই পরুন

সম্প্রতি মুক্তি পাওয়া নিজের প্রথম ওয়েব সিরিজ ‘রানা নাইডু’-র জন্য ব্যাপক প্রশংসা পাচ্ছেন দক্ষিণী তারকা রানা দগ্গুবাটি। কিন্তু ব্যক্তিগত জীবনে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়েই যাচ্ছেন তিনি। তার ভক্ত-অনুরাগীদের অনেকেরই অজানা, ডান চোখে দেখতেই পান না অভিনেতা। শুধু তাই নয়, তার কিডনিও প্রতিস্থাপন করতে হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তা নিয়েই মুখ খুলেছেন অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, সেই সাক্ষাৎকারে ভক্ত-অনুরাগীদের অবাক করে রানা বলেন, ‘ডান চোখে আমি দেখতেই পাই না। তাই অন্য ভাবে পরিস্থিতি সামলিয়েছি।’

রানা হাসিমুখে জানান, শারীরিক লড়াই তার দীর্ঘদিনের। দৃষ্টিশক্তি ফেরাতে সম্প্রতি কর্নিয়া প্রতিস্থাপন করিয়েছেন। শুধু তাই নয়, কিডনিও প্রতিস্থাপন করতে হয়েছে। যদিও তিনি এ নিয়ে ভাবেন না এবং একেবারেই ভেঙে পড়েননি।

অস্ত্রোপচারের পর নতুন জীবনীশক্তি সঞ্চয় করে ফিনিক্স পাখির মতো গা ঝাড়া দিয়ে উঠেছেন অভিনেতা। অনুপ্রেরণা দিতে চান মনের জোর হারিয়ে ফেলা অনুরাগীদেরও।

রানা বলেন, ‘অনেক মানুষ শারীরিক সমস্যায় ভেঙে পড়েন, বিপর্যস্ত হয়ে যান। এটা যদি থেকে যায়, বহু ক্ষেত্রে ভার হয়ে চেপে বসে। আমার কর্নিয়া প্রতিস্থাপন হয়েছে। কিডনিও প্রতিস্থাপিত হয়েছে। আমি প্রায় জীবনের প্রান্তে দাঁড়িয়ে রয়েছি। আমি যখন এত কিছুর সঙ্গে লড়ে টিকে আছি, আপনাদেরও চলতে হবে।’

‘বাহুবলী’ তারকা রানা চান সর্বভারতীয় দর্শকের জন্য ভাল সিনেমা হোক। কেবল অভিনয়ে নয়, প্রযোজনাতেও আছেন তিনি। তাই ভাবছেন বড় করেই। কবে বলিউডের তারকাদের মতো দক্ষিণী তারকাদের নামও দেশবাসীর মুখে মুখে ঘুরবে সেই স্বপ্ন দেখতেন অভিনেতা। সেই স্বপ্ন ইতোমধ্যেই পূরণ হয়েছে। আবার সদ্যই দক্ষিণী সিনেমা ‘আরআরআর’- এর ‘নাটু নাটু’ গান এবং স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইসপার’ ভারতকে এনে দিয়েছে দুটি অস্কার।

সর্বশেষ সংবাদ

কিভাবে সাফল্য পাবে ভারত, জানালেন গাঙ্গুলী

১০ বছর ধরে আইসিসির ইভেন্টে শিরোপা জিততে না পারার খড়া কাটাতে ভারতকে ‘আক্রমনাত্মক ক্রিকেট’ খেলার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক...

এই বিভাগের অন্যান্য সংবাদ