বিপিএলে দুঃসময় যেন কাটছেই না খুলনা টাইগার্সের। করিম জানাতের দুর্দান্ত বোলিংয়ে আরও একটি পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হলো খুলনাকে। ফরচুন বরিশালের দেয়া ১৯৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৫৭ রান করে খুলনা। ফলে ৩৭ রানের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। ১০ ম্যাচে মাত্র ২ জয়ে খুলনার অবস্থান পয়েন্ট টেবিলের তলানির দিকেই।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বরিশালের দেয়া ১৯৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকছিল খুলনা। ইনিংসের দ্বিতীয় ওভারেই মোহাম্মদ ওয়াসিমের বলে বোল্ড হয়ে ফিরেন তামিম ইকবাল। সপ্তম ওভারে দলীয় ৪৮ রানে সাকিবের বলে শূন্য রানে বোল্ড হন মাহমুদুল হাসান জয়। ওই ওভারেই খুলনা অধিনায়ক শাই হোপ স্টাম্পড হতে পারতেন, তবে বিজয়ের ভুলে সে যাত্রায় রক্ষা পান তিনি।
ব্যাট হাতে খুলনার হয়ে দুর্দান্ত ছিলেন ইয়াসির আলি। ৩৮ বলে ৫ চার ৩ ছক্কায় ৬০ রানে করিম জানাতের শিকার হন তিনি। তবে বাকি ব্যাটাররা ঝোড়ো ব্যাটিং করতে না পারলে শেষ ওভারে খুলনার দরকার হয় ৪২ রান। সে রান নেয়া তো অসম্ভবই ছিল উল্টো করিম জানাতের করা সেই ওভারে আরও ২টি উইকেট হারায় খুলনা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৭ রানে থেমে যায় খুলনার ইনিংস। ফরচুন বরিশালের পক্ষে ২৯ রানে ৪ উইকেট নেন করিম জানাত।
এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৯৪ রান করে বরিশাল। ব্যাট করতে নেমে ওপেনিংয়েই দারুণ খেলেছে বরিশাল। দলটির হয়ে এদিন ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ইফতেখার। খুলনার বোলারদের একের পর এক চার ছয়ে করেন সীমানা ছাড়া। তুলে নেন নিজের আসরের দ্বিতীয় অর্ধ-শতক। শেষ দিকে করিম জানাত ৮ বলে ১৭ রান করলে ১৯৪ রানের সংগ্রহ পায় সাকিবের বরিশাল।