spot_img

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পরেই ইরানকে হুঁশিয়ার করল ম্যাক্রোঁ

অবশ্যই পরুন

পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানকে হুঁশিয়ারি করল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ । বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) প্যারিসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ফ্রান্স 24 এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এক বিবৃতিতে ম্যাক্রোঁ বলেন, আণবিক প্রকল্প অব্যাহত রাখায় তেহরানকে অনিবার্যভাবে পরিণাম ভোগ করতে হবে।

ইরানের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলোর কঠোর অবস্থান তৈরির আশায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্যারিস সফরে আছেন। গতকাল এলিসি প্রাসাদে নেতানিয়াহুর সঙ্গে ম্যাক্রোঁ এক নৈশভোজ বৈঠক হয়।

ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে। তবে তেহরানের দাবি, জ্বালানি উৎপাদনের জন্যই কেবল তারা পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে।

নেতানিয়াহুর আশা, ইরানের সঙ্গে ২০১৫ সালের পরমাণু চুক্তি আবার সচল করতে পশ্চিমা মিত্রদেশগুলো কোনো পদক্ষেপ নেবে না। ইরানে বিক্ষোভকারীদের ধরপাকড় এবং ইউক্রেনে রুশ বাহিনীকে ইরানি ড্রোন সরবরাহের প্রতিক্রিয়ায় এমন ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি।

এদিকে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ নিয়ে ইসরায়েল এত দিন নিরপেক্ষ অবস্থান দেখিয়ে আসছিল। তবে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, তার দেশ ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর কথা ভাবছে। তেহরানবিরোধী পশ্চিমাদের আরও কঠোর অবস্থান চায় ইসরায়েল। এ জন্য নেতানিয়াহু এমন ভূমিকা নিচ্ছেন বলে মনে করা হচ্ছে।

ইউক্রেনের পক্ষে অংশ নেওয়াটা নেতানিয়াহুর জন্য ঝুঁকিহীন হবে না। কারণ, প্রতিবেশী দেশ সিরিয়ায় রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করা আছে। সেখানে ইরানের স্বার্থসংশ্লিষ্ট জায়গাগুলোতে ইসরায়েল অভিযান চালাতে গেলে রুশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে তা প্রতিহত করা হতে পারে।

ইরানে বেশ কয়েকজন বিদেশি নাগরিককে বন্দী রাখা হয়েছে। পশ্চিমা দেশগুলোর সরকার বলছে, তারা রাজনৈতিক বন্দী। ইরানের ইস্পাহান শহরে একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলার পর ফ্রান্সে সফর করলেন নেতানিয়াহু। ওই ড্রোন হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে তেহরান।

তা ছাড়া সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সহিংসতাও বেড়েছে। গতকাল ভোরে গাজা উপত্যকায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। জবাবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনিরা। গত শুক্রবার পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বসতি এলাকায় একটি উপাসনালয়ের বাইরে বন্দুকধারীর গুলিতে সাতজন নিহত হয়েছেন।

সর্বশেষ সংবাদ

কিভাবে সাফল্য পাবে ভারত, জানালেন গাঙ্গুলী

১০ বছর ধরে আইসিসির ইভেন্টে শিরোপা জিততে না পারার খড়া কাটাতে ভারতকে ‘আক্রমনাত্মক ক্রিকেট’ খেলার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক...

এই বিভাগের অন্যান্য সংবাদ