spot_img

শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেটের চ্যালেঞ্জিং সংগ্রহ

অবশ্যই পরুন

বিপিএলে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল মাঠে নামে মঙ্গলবার (২৪ জানুয়ারি)। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে টসে হেরে আগে ব্যাট করে সিলেট স্ট্রাইকার্স। নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে ২০ ওভারে ১৭৩ রানের স্কোর গড়েছে তারা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। প্রথম ওভারে ১০ রান আসলেও দ্বিতীয় ওভারেই তিন উইকেট হারায় দলটি। পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের বলে সাজঘরে ফিরেন জাকির হাসান, তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহিম।

এরমধ্যে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন জাকির ও অভিজ্ঞ মুশফিক। এরপর দলের হাল ধরেন শান্ত ও টম মুর। চতুর্থ উইকেটে ৮১ রানের জুটি গড়েন এই দুজন।

৩০ বলে ৪০ রান করেন মুর থামলেও অটল থাকেন শান্ত। ৬৬ বলে অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে দলকে এনে দেন চ্যালেঞ্জিং স্কোর। বরিশালের পক্ষে ৩৪ রানে তিন উইকেট লাভ করেন ওয়াসিম।

সর্বশেষ সংবাদ

কিভাবে সাফল্য পাবে ভারত, জানালেন গাঙ্গুলী

১০ বছর ধরে আইসিসির ইভেন্টে শিরোপা জিততে না পারার খড়া কাটাতে ভারতকে ‘আক্রমনাত্মক ক্রিকেট’ খেলার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক...

এই বিভাগের অন্যান্য সংবাদ