spot_img

ইসরায়েল রাশিয়াকে হারিয়ে সৌদি তরুণীর শিরোপা জয়

অবশ্যই পরুন

সৌদি আরবের প্রথম পেশাদার নারী টেনিস খেলোয়াড় রোববার বাহরাইনে অনুষ্ঠিত জে৫ ইসা টাউন টুর্নামেন্টের শিরোপা জিতেছেনে। ওই তরুণীর নাম ইয়ারা আল-হকবানি।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী, ইয়ারা সেমিফাইনালে ইসরায়েলি প্রতিপক্ষ ইসাবেল বিলাউসকে হারিয়ে ফাইনালে ওঠেন। তারপর রুশ প্রতিপক্ষ তামারা এরমাকোভাকে হারিয়ে শিরোপা জিতে নেন তিনি।

১৮ বছর বয়সী উঠতি তারকা ইয়ারা ফাইনালে তার রুশ প্রতিপক্ষ ১৪ বছর বয়সী এরমাকোভাকে ৬-১ ও ৬-০ পয়েন্টে হারান। এ নিয়ে দ্বিতীয়বার একে অপরের মুখোমুখি মুখোমুখি হলেন এই জুটি।

এর আগে গত বছর একই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডেও এরমাকোভার বিপক্ষে ইয়ারা হকবানি শীর্ষস্থান দখল করে নিয়েছিলেন।

সৌদির এই তরুণী বর্তমানে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) ২২টি জয় এবং ২২টি হারের রেকর্ড নিয়ে ৯৪৬তম স্থানে রয়েছে।

প্রসঙ্গত, ইয়ারা আল-হকবানি সৌদি আরবের প্রতিনিধিত্বকারী প্রথম পেশাদার নারী টেনিস খেলোয়াড়। তিনি দেশটির সর্বকনিষ্ঠ পেশাদার খেলোয়াড়ও।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক ও ধর্মের অপব্যবহার অব্যাহত রাখতে শিক্ষাক্রম নিয়ে বিরোধিতা: দীপু মনি

ধর্মের অপব্যবহারের মাধ্যমে মগজ ধোলাই অব্যাহত রাখা এবং রাজনৈতিক কারণে নতুন শিক্ষাক্রম নিয়ে বিরোধিতা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ